ফতুল্লার ইসদাইর এলাকায় কিশোর গ্যাং লিডার নাহিয়ান ইভন দিন দিন ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। হত্যা, মাদকসহ অসংখ্য মামলার আসামি কিশোর গ্যাং লিডার ইভনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ইসদাইর বাসী। বিভিন্ন সময় পুলিশ ইভনকে গ্রেফতার করলেও জামিনে ফের বেপরোয়া হয়ে উঠছে।
২০১৩ সালে কিশোর ফুটবলার রাসেলকে পুর্ব ইসদাইর জনতা টেক্সটাইল মিলের সামনে প্রকাশ্যে জনগণের সামনে হত্যা করে ইভন। সেই খুনের বিচার না হওয়ায় তার দৌরাত্ম বাড়তে থাকে। গত জানুয়ারী মাসে মাদক মামলায় জানিমে এসে ইসদাইর এলাকায় লেপ তোষক বিক্রেতার দোকানে হামলা চালিয়ে ধারালো ছুরির ভয় দেখিয়ে এক লাখ ৯৩ হাজার টাকাসহ ক্যাশ বাক্স লুটে নিয়েছিল ইভন ও তার সহযোগীরা। গত বছরের মার্চ মাসে পূর্ব ইসদাইর এলাকায় মাদক বিক্রির টাকা লেনদেন নিয়ে ইভন-সাওার বাহিনীর সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছিল। ২০১৯ সালের ১৯ অক্টোবর ইসদাইরে কিশোর গ্যাং লিডার হিসাবে পরিচিত ত্রাস ইভনের আড্ডাখানা গুড়িয়ে দিয়েছিল এলাকাবাসী।
সুগন্ধা আবাসিক এলাকার উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে ইভনের টর্চারসেলটি গুড়িয়ে দিয়েছিল। এরআগে ১৭ অক্টোবর স্কুলে যাওয়ার পথে ফারদিনের পথ রোধ করে ইভন ও তার সহযোগীরা। পরে তাকে ইভনের টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন ও ছুরিকাঘাত করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় ফারদিনকে হাসপাতালে নিয়ে গেলে ৩০টি সেলাই করা হয়েছিল। ইভন ইসদাইর বুড়ির দোকান রসুরবাগ এলাকার এস এম বাবুর ছেলে। দুর্ধর্ষ ইভনের বিরুদ্ধে স্থানীয় ও জাতীয় দৈনিকগুলোতে সংবাদ প্রকাশও হয়েছিল। কিন্তু এতেও ধমে যায়নি ইভন। বরং আরো বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে প্রকাশ্যেই মাদক বিক্রি করছে ইভন। আর সহযোগী হিসেবে কাজ করছে সাংবাদিক পরিচয়দানকারী জান্নাত ও সুমন নামে দুইজন। জান্নাত ও সুমন নিয়তিম মাদক সেবন করে। সুমন একাধিকবার জেলও খেটেছে। সম্প্রতি জান্নাত-সুমনরা সাংবাদিক পরিচয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম ও ব্লাকমেলিং করে অর্থ আদায় করছে। সন্ত্রাসী ইভন এবার ত্রাসের রাজত্ব ফিরে পেতে তার বাহিনীর সদস্য জান্নাত, সুমন, প্রশান্তসহ বেশ কয়েকজনকে বিশেষ পেশায় যোগদানের পরার্মশ দেয় সেই অনুযায়ী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েক করছে সুমনসহ বেশ কয়েকজন সহযোগীতা করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ইভনের মাদক বিক্রিসহ সকল প্রকার অপকর্মের সহযোগী করছে জান্নাত, সুমন, প্রশান্তরা।