আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলী কাঠ বাজারের কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর হাওলাদার তার আপন ছোট ভাই অপর কাঠ ব্যবসায়ী খোকন হাওলাদারের দোকানটি নিজের দখলে নিতে ষরযন্ত্র করে আসছেন। ছোট ভাইকে মারধোর করে উল্টো তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে তার দোকানের মালামাল অন্যাত্র বিক্রি করে দেওয়ার অভিযোগও করেছেন ভূক্তভোগী ছোট ভাই। এ ঘটনায় আদালতে মামলা দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের কাঠ ব্যবসায়ী মরহুম মোক্তার আলী হাওলাদার তার দুই পুত্র জাহাঙ্গীর ও খোকনকে নিয়ে আমতলী পৌর শহরের কাঠ বাজারে কাটা কাঠের দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করতো। গত ৫ বছর পূর্বে পিতার মৃত্যুর পরে দোকান ঘরটির মাঝখানে বেড়া দিয়ে দুই ভাই ভাগ হয়ে পিতার রেখে যাওয়া ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি বড় ভাই জাহাঙ্গীর পুরো দোকান ঘরটি নিজের দখলে নিতে ও ছোট ভাইকে ওই ঘর থেকে সরাতে গোপনে নানাবিধ ষরযন্ত্র করতে থাকে। বিষয়টি ছোট ভাই খোকন জানতে পেরে বড় ভাইকে জিজ্ঞেষ করে। এ নিয়ে মূলতঃ দু’ভাইয়ের মধ্যে দ্বন্ধ শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ২৭ ফেব্রæয়ারী বড় ভাই জাহাঙ্গীর তার পুত্র সোহেল, আঃ রশিদ খান, সিদ্দিক খান ও সজল খান ছোট ভাই খোকনকে এলোপাথারী কিলঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে শারিরীকভারে শরীরের বিভিন্নস্থানে ফুলা জখম করে। এ ঘটনায় খোকন আমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরের দিন গত ২৮ ফেব্রæয়ারী বড় ভাই জাহাঙ্গীর আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ছোট ভাই খোকনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৮২/২১। ওই মামলায় ছোট ভাই খোকন আদালতে হাজির হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। এ সুযোগে বড় ভাই জাহাঙ্গীর তার ছোট ভাইয়ের দোকানে থাকা বিভিন্ন প্রজাতির সাইজ করা কাটা কাঠ (খুটি, চেড়া, দৌর, পাইর, তক্তা, রুয়া, ৩৬টা তালের আড়া, থ্রিকাঠ) গোপনে অন্যাত্র বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেন। যার আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা।
ছোট ভাই খোকন ১৫ দিন হাজতবাস থেকে ফিরে এসে তার ব্যবসা প্রতিষ্ঠানে উপরোক্ত মালামাল না পেয়ে বড় ভাই জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে উল্টো তিনি ছোট ভাইকে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। বেশী বাড়াবাড়ি করলে পরিনতি কিন্তু ভাল হবে না বলে শাসিয়ে দেয়। এ সময় খোকনকে আবারও মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও মেরে ফেলার হুমকি দেয় বলে ভূক্তভোগী ছোট ভাই খোকন অভিযোগ করেন।
এ ঘটনায় গত ১১ মার্চ তারিখ ভূক্তভোগী কাঠ ব্যবসায়ী খোকনের মা আলেয়া বেগম বাদী হয়ে পুত্র জাহাঙ্গীরসহ ৪ জনকে আসামী করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে বড় ভাই জাহাঙ্গীর হাওলাদার মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আপনার মা কেন আপনার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার ছোট ভাই মাকে ভূল বুঝিয়ে আমার বিরুদ্ধে মামলা দায়ের করিয়েছেন।
ভূক্তভোগী ছোট ভাই খোকন হাওলাদার বলেন, আমার দোকানটি দখল করার জন্য আমার বড় ভাই জাহাঙ্গীর আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে আমার দোকানে থাকা বিভিন্ন প্রকারের কাটা গাছ গোপনে অন্যাত্র বিক্রি করে দিয়েছে। আমি এর বিচার চাই।