মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ঘোষনা করেছে কেন্দ্রীয় কমিটি। নির্বাচনে উপজেলার চাওড়া ইউনিয়নে নৌকার টিকিট দেয়াকে কেন্দ্র করে মনোয়ন বঞ্চিত দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের চেষ্টা করেন। এ মানববন্ধনকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে চাওড়া ইউনিয়নের আওয়ামীলীগ থেকে দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়নে নৌকার মনোনয়ন পাওয়া ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাদল খানকে হাইব্রিড, জাপা, বিএনপি ও দুর্নীতিবাজ আক্ষা দিয়ে ওই ইউনিয়নের মনোয়ন বঞ্চিত অপর দুই চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাফ হোসেন হাওলাদার ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরের সমর্থকরা মানববন্ধনের প্রস্তুতি নেয়।
এ সময় মনোনয়ন পাওয়া চাওড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সমর্থকরা নৌকার ¯েøাগান দিলে বিদ্রোহী প্রার্থীদের সমর্থকরা পাল্টা ¯েøাগান দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষনিক ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না প্রশাসন, সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম, ওসি শাহআলম হাওলাদারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির চাওড়া ইউনিয়নে দল মনোনিত প্রার্থীকে হাইব্রিড, জাপা, বিএনপি ও দুর্নীতিবাজ আক্ষা দিয়ে ও মনোনয়ন বোর্ডকে ভূল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে মনোনয়ন পাওয়া আখতারুজ্জামান বাদল খানের প্রার্থীতা পরিবর্তন করার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।
এ বিষয়ে চাওড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনয়ন পাওয়া আখতারুজ্জামান বাদল খান বলেন, আমি যখনই নৌকার মনোনয়ন নিয়ে আসি তখনি এরা আমার বিরোধিতা করেন। বিগত দুটি নির্বাচনেও তারা আমার বিরুদ্ধে ষরযন্ত্র করেছে ও বিরোধিতা করেছে এবং এবারেও করতেছে। তারা আমার জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে আমার প্রতিদ্বন্ধি প্রার্থী পৌর বিএনপি’র সাবেক সভাপতি অ্যাড.মহসিনকে সঙ্গে নিয়ে আজ আমার বিরুদ্ধে মানববন্ধনের চেষ্টা করে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।