নিজস্ব প্রতিবেদকঃ- এবার পুলিশ কে তথ্য প্রদানকারী মামুন কে কুপিয়ে রক্তাক্ত জখম করলো মাদক ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৫ মাচ) বিকাল ৪ টায় ফতুল্লা রেলষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে ।মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে গাড়ে গুরুত্ব জখম হয়। আহত মামুন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেছে।
এর আগে একই এলাকায় সোমবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টায় পুলিশ কে তথ্য প্রদানকারী সোহাগ কে কুপিয়ে রক্তাক্ত জখম করে মাদক ব্যবসায়ী মোল্লা রাসেল বাহীনী। মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে বাম হাতে কজ্বি গুরুত্ব জখম হয়।
মামুন জানান, কিছু দিন পূর্বে পুলিশকে তথ্য দিয়ে ফতুল্লার রেলষ্টেশন এলাকার এক মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী পান্নাসহ আরো ৩/৪ জন রেলষ্টেশন এলাকায় একা পেয়ে গাড়ে দারালো ছুরি মেরে পালিয়ে যায়। পান্নার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
সূত্রে জানাযায়, প্রায় ২ বছর পূবে ফতুল্লা মডেল থানার এস আই কামরুল হাসান মোল্লা রাসেল কে গ্রেফতার করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে। এসময় দুই জন গুরুত্ব জখম হয়। পরে চার টি দেশীয় আস্ত্রসহ মোল্লা রাসেল ও তার স্ত্রীকে গ্রেফতার করে। মোল্লা রাসেলের বিরুদ্ধে মোট ১৫ টি মামলা রয়েছে। এছাড়াও তিন বছর পূর্বে ফতুল্লা রেলষ্টেশন এলাকায় পুলিশকে তথ্য দিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার সহায়তা করার জের ধরে লম্বু সোহাগকে কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ীরা।এ ছাড়া একই কারনে গত কয়েক মাস পূর্বে মাদক ব্যবসায়ীরা কুপিয়ে জখম করে মামুন নামক অপর এক যুবককে।
এলাকাবাসী জানায়, পুলিশ মাদক ব্যবসায়দের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়া তারা আরো বেপোয়ারা হয়ে ওঠেছে। সাধারন মানুষ কি ভাবে পুলিশকে তথ্য নিয়ে সহযোগীতা করবে। তারা এখন ওপেন মাদক ব্যবসা করছে মনে হচ্ছে দেশে প্রশাসন বলতে কিছু নেই।