নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সাথে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দিনভর সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত কয়েকটি পয়েন্টে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এসময় হরতালের সমর্থনকারীরা ৩টি ট্রাক, ১টি মাইক্রোবাস ও ৩টি মিনিবাসে আগুন জ্বালিয়ে দেয়। এছাড়াও এ্যাম্বুলেন্স, সংবাদ মাধ্যমের গাড়িসহ অর্ধ শতাধিক যানবাহন ভাংচুর করা হয়। আইন শৃংখলা বাহিনীর মূহ মূহ গুলির শব্ধে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। মহাসড়কে টহলে ছিলো বিজিবি ও পুলিশের সাজোয়া যান এবং জলকামান। ফজরের নামাজের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর পশ্চিম ঢাল, শিমরাইল চৌরাস্তা, ইউটার্ণ, মাদানীনগর মাদ্রাসা, দশতলা ভবন এলাকা, মৌচাক, সানারপাড় ও সাইনবোর্ড এলাকায় হেফাজতের নেতা কর্মীদের অবস্থানের কারনে যান চলাচল বন্ধ যায়। সকাল আটটার দিকে সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বশির উল্লাহ শিমরাইল পয়েন্টে বক্তব্য রাখেন। পরবর্তীতে মহাসড়কে টায়ার, বিদ্যুতের খুঁটি ও গাছের গুড়ি জ্¦ালিয়ে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় হেফাজতকর্মীরা। হরতাল চলাকালে র্যাব ও পুলিশ সদস্যরা তাদেরকে কয়েকদফা মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। সকাল সাড়ে ১০টায় সাইনবোর্ড ও সানারপাড় এলাকায় মহাসড়ক থেকে পুলিশ হরতাল সমর্থকদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। হরতাল সমর্থকরা নিরাপত্তা বাহিনীর ওপর ইট পাটকেল ছুড়লে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। দিনভর সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত কয়েকটি পয়েন্টে থেমে থেমে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোঃ শফিকুল ইসলাম (৬৭), শাকিল (৩২) ও শাহাদাত (৩৫) নামে ৬ জন গুলিবিদ্ধ হয়। এছাড়াও পুলিশ সদস্য এমদাদসহ কমপক্ষে ২০ জন আহত হয়। গুলিবিদ্ধ ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে বিজিবি, র্যাব ও পুিলশ যৌথভাবে এ্যকশানে গিয়ে মহাড়কে যানবাহন চলাচল শুরু করলে হরতাল সমর্থক বহিরাগতরা ৩টি যানবাহনে আগুন জ¦ালিয়ে দেওয়ার পর পুনঃরায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।