নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কোতালেরবাগে সন্ত্রাসী সুমন বাহিনী তান্ডব চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ কাদিরের অফিস ভাংচুর করেছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সোয়া ৯ টায় কোতালেরবাগ এলাকায়। এ ব্যাপারে খাজা বাবা প্রতিষ্ঠানের কর্নধার আব্দুল কাদির বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাংচুরের সত্যতা পেয়েছে।
কোতালেরবাগ এলাকা হাজ্বী মহিউদ্দিন এর পুত্র জেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির বাদী হয়ে সস্তাপুর এলাকার আমির কন্ট্রাক্টরের পুত্র মোঃ সুমন,হারুন অর রশীদের পুত্র আরাফাত , দেলোয়ারের পুত্র ফারুক, মৃত রফিকের পুত্র আমির কন্ট্রাক্টর সহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আব্দুল কাদির উল্লেখ করেন অফিসের থাইগ্লাস লক করে ২১ এপ্রিল বুধবার রাত ৮ টায় তারাবীহ নামাজ পড়ার জন্য মসজিদে যাই।রাত সোয়া ৯ টায় উল্লেখিত সন্ত্রাসী গন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার প্রতিষ্ঠানের কম্পিউটার, থাই গ্লাস,টেবিলের গ্লাস, বঙ্গবন্ধু ছবিতে কোপায় ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে এবং ক্যাশে রাখা নগদ ২লাখ ৯০হাজার ৫শ টাকা লুট করে নিয়ে যাওয়া সহ আরো ৭৫ হাজার টাকার ক্ষতিসাধন করে।
যাবার বেলা সন্ত্রাসীরা আমাকে পেলে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে যায়। আব্দুল কাদির আরো বলেন, আমি রাতে মসজিদে তারাবির নামাজ পড়ছিলাম। রাত সোয়া ৯ টায় মসজিদে খবর আসে আমার প্রতিষ্ঠান সুমন, আরাফাত ও ফারু ক বাহিনী ভাংচুর ও লুটপাট চালায়।ক্যাশে রাখা ২ লাখ ৯০ হাজার ৫০০ টাকার বান্ডিলটি নিয়ে।বৃহস্পতিবার সিমেন্ট ফ্যাক্টরীতে ডিও করার জন্য টাকা গুলো রাখা ছিল।
এলাকাবাসী নাম প্রকাশ না করে বলেন,সুমন বাহিনীর অত্যাচারে সস্তাপুর কোতালেরবাগ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। সুমন একটি কিশোর গ্যাং বাহিনীর লিডার বনে গিয়ে নানান অপকর্ম করে বেড়ালেও পুলিশ সুমন বাহিনী বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। স¤প্রতি সুমন বাহিনী ইট বালুর ব্যবসার নামে বাড়ির মালিকগন কে অতিষ্ঠ করে তুলছে। কাদির জানান আমি ১৫ বছর যাবত ইট বালু , সিমেন্টের ব্যবসা করে আসছি। আমার ব্যবসার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সুমন,আরাফার,ফারুক, আমির গং আমার ব্যবসার অফিসে হামলা ও ভাংচুর করে। অফিসে রক্ষিত প্রধানমন্ত্রী ও জাতির জনকের ছবি ভাংচুর করায় বেশী খারাপ লাগছে।
ফতুল্লা মডেল থানার এসআই ও তদন্ত কর্মকর্তা এসএম শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি মুঠোফোনে জানান,আমি যখন গিয়েছি তখন রাত ১২ টার বেশী সময়। ভাংচুর হয়েছে প্রধানমন্ত্রীর ছবিও। আবার তদন্তে যাব যারা প্রকৃত দোষী তাদের চিহ্নিত করার চেষ্টা করছি।