ইট ভাটার ট্রাক ও ট্রলিতে নষ্ট হচ্ছে সড়ক!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু:- বরগুনার আমতলী উপজেলার গুরুত্বপূর্ণ পাকা ও কাঁচা সড়কগুলো ইটভাটার ট্রাক ও ট্রলির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই সকল সড়কে বেপরোয়াগতিতে ট্রাক ও ট্রলি চলার কারণে ইট, পিচ, খোয়া উঠে ও মাটি ডেবে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। অতি দ্রুত মেরামত করা না হলে এ সকল সড়কে চলাচলকারী যানবাহন ও জনসাধারণের দূর্ভোগ চরমে উঠবে বলে ভূক্তভোগী এলাকাবাসীরা মনে করছেন।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের অধিকাংশ ও গুরুত্বপূর্ণ কাঁচা, পাকা ও আধাপাকা সড়কগুলো দিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকার মাঠ, পুকুর ও ধানী জমি থেকে মাটি কেঁটে ট্রাক ও ট্রলির সাহায্যে ইট ভাটায় নিয়ে যায়। শুধু তাই না ট্রাক ও ট্রলিতে মাটি বহনের কারনে ওই মাটি সড়কে পড়ে সড়কগুলি যেমন নষ্ঠ হচ্ছে তেমনি ধুলার সৃষ্টি হচ্ছে। দিন রাত ট্রাক, ট্রলি চলার কারণে ও এগুলোর বিকট শব্দে সড়কের পাশে বসবাসকারী বাসিন্ধারাও চরম কষ্টে দিন পার করছেন।

 

এছাড়া ৭টি ইউনিয়নের গুরুত্বপুর্ন গ্রামীন সড়ক দিয়ে স্থানীয় মানুষেরা উপজেলা সদরসহ এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করে থাকেন। বর্ষাকাল ব্যতীত সারা বছরই গ্রামীন সড়কগুলি ইটভাটার ট্রাক ও ট্রলির দখলে থাকে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সড়কগুলোতে বেপরোয়াগতিতে চলাচলের কারণে ভালো সড়ক ভেঙে ও ডেবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের ইট, পিচ, খোয়া উঠে ও মাটি ডেবে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামনে বর্ষা মৌশুম দ্রæত ক্ষতিগ্রস্থ গ্রামীর সড়কগুলি মেরামত করা না হলে ওইসব সড়কে চলাচলকারী যানবাহন ও জনসাধারণের দূর্ভোগ চরমে উঠবে বলে স্থাণীয় ভূক্তভোগীরা জানায়।

 

ক্ষতিগ্রস্থ সড়কগুলির মধ্যে ডাক্তার বাড়ী- খেকুয়ানী ভায়া গুলিশাখালী- গোজখালী সড়ক, কল্যানপুর- ছোনাউঠা সড়ক, খুড়িয়ার খেয়াঘাট- তারিকাটা সড়ক, চাওড়া তালুকদার বাজার- চালিতাবুনিয়া ভায়া ঘটখালী সড়ক, ইসলামপুর- কাউনিয়া- নাচনাপাড়া সড়ক, কুকুয়া সাহেববাড়ী- হরিমৃত্যুঞ্জয় সড়ক, কুকুয়া হাট- হাজার টাকার বাঁধ ভায়া রায়বালা সড়ক, আমতলী- তালতলী আঞ্চলিক সড়কের একটি অংশ, মহিষকাটা – গোজখালী সড়ক, বান্দ্রা থেকে চারঘাট পর্যন্ত ওয়াবদা ভেরীবাঁধ, মুন্সীর হাট- চাউলা ওয়াবদা ভেরীবাঁধসহ আরো অনেক গুরুত্বপূর্ণ গ্রামীন সড়ক।

 

উপজেলার গুলিশাখালী গ্রামের লিটন জোমাদ্দার বলেন, ডাক্তার বাড়ী থেকে খেকুয়ানী- গুলিশাখালী বাজার হয়ে গোজখালী পর্যন্ত সড়কটি ইটভাটার মাটি ও ইট পরিবহনের কারনে বেহাল দশায় পরিণত হয়েছে। এছাড়া এ ইউনিয়নের অধিকাংশ কাঁচা পাকা সড়কগুলি ইটভাটার টাক ও ট্রলিতে নষ্ট করে ফেলেছে।

 

কল্যানপুর (কলংক) গ্রামের ফারুক মিয়া বলেন, আমাদের এলাকাটি কৃষিনির্ভর। কৃষিপণ্য নিয়ে আমরা এই সড়কটি (কল্যানপুর- ছোনাউঠা) দিয়ে উপজেলা সদরে যাই। কিন্তু সড়কটি দিয়ে ট্রাক ও ট্রলিতে করে ইট ভাটায় মাটি টানার কারনে যেভাবে ভেঙে গেছে তাতে এ সড়ক দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে দূর্ভোগ চরমে পৌছেছে।

 

খেয়াঘাট বাসিন্ধা ফেরদৌস বলেন, খুড়িয়ার খেয়াঘাট থেকে তারিকাটা এমপির বাজার পর্যন্ত সড়কটি দিয়ে ইটভাটার ট্রাক ও ট্রলি চলাচল করার কারনে সড়কের বিভিন্ন স্থানে মাটি পড়ে ও সড়কের পিচ, খোয়া উঠে এবং ডেবে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামনে বর্ষা মৌশুমে এ সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

 

বান্দ্রা এলাকার বাসিন্ধা মোঃ আবুল হোসেন বলেন, এখানে একটি সরকারী প্রাইমারী বিদ্যালয়ের পাশে অবস্থিত “আরএএবি” নামক ইট ভাটায় মাটি ও ইট টেনে ওয়াবদা ভেরীবাঁধটির ব্যাপক ক্ষতি সাধন করেছে।

 

উপজেলা প্রকৌশলী মোঃ আল-মামুন বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়কগুলোতে অধিক লোড নিয়ে বেপরোয়াগতিতে ইট ভাটার ট্রাক ও ট্রলি চলাচল করে। এ কারনে অধিকাংশ সড়কগুলি ভেঙে ও ডেবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেশী ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত মেরামত করার ব্যবস্থা নেয়া হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, গ্রামীন সড়কগুলোতে যাতে অধিক লোড নিয়ে ট্রাক ও ট্রলি চলাচল করতে না পারে সেজন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ



» নারায়ণগঞ্জ-৫ আসনে রাজনীতির মাঠে আলো ছড়াচ্ছেন সাদরিল

» আমতলীতে পৃথক দুটি সংঘর্ষে ৮ জন আহত

» ফতুল্লায় পুলিশের সামনেই হামলার শিকার হন সাংবাদিক রাতুল

» ফতুল্লায় মাদকের চুনোপুঁটি নিয়ে টানাটানি রাঘব বোয়ালরা ধরা-ছোঁয়ার বাইরে

» ফতুল্লার ধর্মগঞ্জে চাদাঁ না দেওয়ায় প্রাননাশের হুমকী!

» বকশীগঞ্জে  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

» সোনারগাঁয়ে খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

» সোনারগাঁয়ে স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন,পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

» জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারাগাছ বিতরণ কর্মসূচি

» আমতলীতে নূরুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবর্ধনা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইট ভাটার ট্রাক ও ট্রলিতে নষ্ট হচ্ছে সড়ক!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু:- বরগুনার আমতলী উপজেলার গুরুত্বপূর্ণ পাকা ও কাঁচা সড়কগুলো ইটভাটার ট্রাক ও ট্রলির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই সকল সড়কে বেপরোয়াগতিতে ট্রাক ও ট্রলি চলার কারণে ইট, পিচ, খোয়া উঠে ও মাটি ডেবে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। অতি দ্রুত মেরামত করা না হলে এ সকল সড়কে চলাচলকারী যানবাহন ও জনসাধারণের দূর্ভোগ চরমে উঠবে বলে ভূক্তভোগী এলাকাবাসীরা মনে করছেন।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের অধিকাংশ ও গুরুত্বপূর্ণ কাঁচা, পাকা ও আধাপাকা সড়কগুলো দিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকার মাঠ, পুকুর ও ধানী জমি থেকে মাটি কেঁটে ট্রাক ও ট্রলির সাহায্যে ইট ভাটায় নিয়ে যায়। শুধু তাই না ট্রাক ও ট্রলিতে মাটি বহনের কারনে ওই মাটি সড়কে পড়ে সড়কগুলি যেমন নষ্ঠ হচ্ছে তেমনি ধুলার সৃষ্টি হচ্ছে। দিন রাত ট্রাক, ট্রলি চলার কারণে ও এগুলোর বিকট শব্দে সড়কের পাশে বসবাসকারী বাসিন্ধারাও চরম কষ্টে দিন পার করছেন।

 

এছাড়া ৭টি ইউনিয়নের গুরুত্বপুর্ন গ্রামীন সড়ক দিয়ে স্থানীয় মানুষেরা উপজেলা সদরসহ এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করে থাকেন। বর্ষাকাল ব্যতীত সারা বছরই গ্রামীন সড়কগুলি ইটভাটার ট্রাক ও ট্রলির দখলে থাকে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সড়কগুলোতে বেপরোয়াগতিতে চলাচলের কারণে ভালো সড়ক ভেঙে ও ডেবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের ইট, পিচ, খোয়া উঠে ও মাটি ডেবে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামনে বর্ষা মৌশুম দ্রæত ক্ষতিগ্রস্থ গ্রামীর সড়কগুলি মেরামত করা না হলে ওইসব সড়কে চলাচলকারী যানবাহন ও জনসাধারণের দূর্ভোগ চরমে উঠবে বলে স্থাণীয় ভূক্তভোগীরা জানায়।

 

ক্ষতিগ্রস্থ সড়কগুলির মধ্যে ডাক্তার বাড়ী- খেকুয়ানী ভায়া গুলিশাখালী- গোজখালী সড়ক, কল্যানপুর- ছোনাউঠা সড়ক, খুড়িয়ার খেয়াঘাট- তারিকাটা সড়ক, চাওড়া তালুকদার বাজার- চালিতাবুনিয়া ভায়া ঘটখালী সড়ক, ইসলামপুর- কাউনিয়া- নাচনাপাড়া সড়ক, কুকুয়া সাহেববাড়ী- হরিমৃত্যুঞ্জয় সড়ক, কুকুয়া হাট- হাজার টাকার বাঁধ ভায়া রায়বালা সড়ক, আমতলী- তালতলী আঞ্চলিক সড়কের একটি অংশ, মহিষকাটা – গোজখালী সড়ক, বান্দ্রা থেকে চারঘাট পর্যন্ত ওয়াবদা ভেরীবাঁধ, মুন্সীর হাট- চাউলা ওয়াবদা ভেরীবাঁধসহ আরো অনেক গুরুত্বপূর্ণ গ্রামীন সড়ক।

 

উপজেলার গুলিশাখালী গ্রামের লিটন জোমাদ্দার বলেন, ডাক্তার বাড়ী থেকে খেকুয়ানী- গুলিশাখালী বাজার হয়ে গোজখালী পর্যন্ত সড়কটি ইটভাটার মাটি ও ইট পরিবহনের কারনে বেহাল দশায় পরিণত হয়েছে। এছাড়া এ ইউনিয়নের অধিকাংশ কাঁচা পাকা সড়কগুলি ইটভাটার টাক ও ট্রলিতে নষ্ট করে ফেলেছে।

 

কল্যানপুর (কলংক) গ্রামের ফারুক মিয়া বলেন, আমাদের এলাকাটি কৃষিনির্ভর। কৃষিপণ্য নিয়ে আমরা এই সড়কটি (কল্যানপুর- ছোনাউঠা) দিয়ে উপজেলা সদরে যাই। কিন্তু সড়কটি দিয়ে ট্রাক ও ট্রলিতে করে ইট ভাটায় মাটি টানার কারনে যেভাবে ভেঙে গেছে তাতে এ সড়ক দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে দূর্ভোগ চরমে পৌছেছে।

 

খেয়াঘাট বাসিন্ধা ফেরদৌস বলেন, খুড়িয়ার খেয়াঘাট থেকে তারিকাটা এমপির বাজার পর্যন্ত সড়কটি দিয়ে ইটভাটার ট্রাক ও ট্রলি চলাচল করার কারনে সড়কের বিভিন্ন স্থানে মাটি পড়ে ও সড়কের পিচ, খোয়া উঠে এবং ডেবে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামনে বর্ষা মৌশুমে এ সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

 

বান্দ্রা এলাকার বাসিন্ধা মোঃ আবুল হোসেন বলেন, এখানে একটি সরকারী প্রাইমারী বিদ্যালয়ের পাশে অবস্থিত “আরএএবি” নামক ইট ভাটায় মাটি ও ইট টেনে ওয়াবদা ভেরীবাঁধটির ব্যাপক ক্ষতি সাধন করেছে।

 

উপজেলা প্রকৌশলী মোঃ আল-মামুন বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়কগুলোতে অধিক লোড নিয়ে বেপরোয়াগতিতে ইট ভাটার ট্রাক ও ট্রলি চলাচল করে। এ কারনে অধিকাংশ সড়কগুলি ভেঙে ও ডেবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেশী ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত মেরামত করার ব্যবস্থা নেয়া হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, গ্রামীন সড়কগুলোতে যাতে অধিক লোড নিয়ে ট্রাক ও ট্রলি চলাচল করতে না পারে সেজন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD