মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন খানকে ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাং লিডার মোঃ ইসফাক আহম্মেদ তোহার নেতৃত্বে ৮/১০ জনের কিশোর গ্যাং সদস্য লাঠিসোটা দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।
আহত মোয়াজ্জেম হোসেন খাঁন জানায়, গতকাল (বুধবার) রাত ১১টার দিকে উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রিয়াজ উদ্দিন মৃধার কাছে পাওনা ৪১ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিল। পথিমধ্যে পৌর শহরের মিঠাবাজার এলাকায় তার বাসায় কাছাকাছি এলাকায় পৌছলে ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ তোহার নেতৃত্বে হাসান, রাকিব, মেহেদী, জাকার, তৌকির ও রবিউলসহ ৮/১০ জনের কিশোর গ্যাংরা তার উপর হামলা চালায়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে লাঠিসোটা দিয়ে এলোপাথারী পিটিয়ে সাথে থাকা নগদ ৭৬ হাজার টাকা, স্বর্নের চেইন ও দামী মোবাইল সেট ছিনিয়ে নেয়। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে কিশোর গ্যাংরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আহত মোয়াজ্জেম হোসেন খান মুঠোফোনে বলেন, কিশোর গ্যাং লিডার ও নামধারী ছাত্রলীগ নেতা ইসফাক আহম্মেদ তোহার নেতৃত্বে ৮/১০ জনের কিশোর গ্যাং সদস্যরা আমাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও কিল ঘুষি মেরে আমার কাছে থাকা নগদ ৭৬ হাজার টাকা, ১টি স্বর্নের চেইন ও ১টি দামী মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। স্থানীয়রা এগিয়ে না আসলে ওরা আমাকে মেরেই ফেলতো। আমি এ ঘটনার জড়িতদের শাস্তি দাবী করছি।
তিনি আরো বলেন, আমার ধারণা বিভিন্ন সময় সোস্যাল মিডিয়া ফেইসবুকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের হাইব্রিড নেতাদের নামে পোস্ট দেওয়ার কারনে আমার উপড়ে ক্ষিপ্ত হয়ে হাইব্রিড নেতা পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানের নির্দেশে ও তার প্রত্যক্ষ মদদে আমার উপড়ে এ সন্ত্রাসী ঘটনা ঘটানো হয়েছে।
পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা ভাইস মোঃ মজিবুর রহমান তার উপড় আনিত অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খান একজন চিহ্নিত নেশাগ্রস্থ ও মাতাল। শুনেছি মদ খেয়ে মাতলামি করতে গিয়ে বাচ্ছাদের হাতে লাঞ্চিত হয়েছে।
আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াজ উদ্দিন মৃধা বলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন আমার কাছে পাওনা ৪১ হাজার টাকা নিয়ে রাতে বাসায় ফিরছিল। ওই সময়ে শুনেছি তিনি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, আহত মোয়াজ্জেম হোসেন খানকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।