মাইনুল ইসলাম রাজু:- বরগুনার আমতলীতে ১১ বছর বয়সী অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে। এসময় পুলিশ অপহরণকারী ২ সন্তানের জনক বখাটে মোঃ রাজিবকে গ্রেফতার করেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের একটি হাফিজিয়া মাদ্রাসার হেফজো বিভাগে শিক্ষার্থী ১১ বছরের এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় ২ সন্তানের জনক দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের বাসিন্ধা দলিল উদ্দিনের বখাটে পুত্র মোঃ রাজিব। এ ঘটনায় গত ১৬ এপ্রিল অপহৃত ছাত্রীর পিতা বাদী হয়ে অপহরণকারী রাজিবের বিরুদ্ধে আমতলী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই শুভ বাড়ৈর নেতৃত্বে পিরোজপুর সদর থানা পুলিশের সহযোগিতায় সিও অফিস এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করেছে। এ সময় অপহরনকারী ২ সন্তানের জনক মোঃ রাজিবকে গ্রেফতার করা হয়েছে।
ছাত্রীর পরিবার অভিযোগ করেন, ২ সন্তানের জনক বখাটে রাজিব ওই ভিকটিম মাদ্রাসা ছাত্রীকে বিভিন্ন এলাকায় আটকে রেখে জোর পূর্বক ধর্ষণ করেছে।
আজ বিকেলে পুলিশ অপহরণকারী মোঃ রাজিব ও অপহৃতাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন অপহৃতার জবানবন্দি শেষে মেডিকেল পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অপহরণকারী ২ সন্তানের জনক রাজিবকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোন বলেন, অপহরণকারী রাজিবকে গ্রেফতার করে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মাধ্যমে জেল হাজতে ও ভিকটিমকে উদ্ধার করে জবানবন্দি শেষে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।