নারায়ণগঞ্জের সদর উপজেলা পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে (বিআইপি জেটি) ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসনে’ করোনা মহামারিতে সব কিছু বন্ধ থাকলেও এই ভাসমান রেস্তোরাতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মদ ও বিয়ার ।
সরকারিভাবে বন্ধ রাখার নির্দেশনা থাকলেও আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। লাইসেন্স বিহীন কোনো ক্রেতার কাছে বিক্রি নিষেধ থাকা সত্ত্বেও শিশু কিশোর যুবক বৃদ্ধ টাকা দিলেই পাচ্ছে মদ ও বিয়ার। আর মদ ও বিয়ারের টাকা জোগাড় করতে কিশোর বয়সের ছেলেরা চুরি-ডাকাতি-ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। মদ খেয়ে মাতাল অবস্থায় জেডির মাঠেই করছে (মাতলামি) মারামারি ইভটিজিং এর মতো অপরাধ।
বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা মেয়েদের দেখলেই শুরু করে অশ্লীল কথাবার্তা এবং টানা হেছরা। রহস্যজনক কারণে কিছু বলতে নারাজ জেটি বা রেস্তুরা কর্তৃপক্ষ। মাদক বিক্রি করা অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করা হয় এভাবে ওপেন মাদক বিক্রি করার অনুমতি রয়েছে কিনা উত্তরে তারা বলেন আপনারা দেখেন অনুমতি আছে না নাই। রেস্টুরেন্ট ম্যানেজারের সাথে মোবাইল ফোনে কথা বলে জানা যায় তিনি বলেন আমাদের পার্সেল বিক্রি করার জন্য নোটিশ দেওয়া আছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রকিবুজ্জামান এর সাথে কথা বললে তিনি বিষয়টি দেখবে বলে জানান। যুব সমাজকে বাঁচাতে ওপেন মদ ও বিয়ার বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।