মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলা পরিষদের অভ্যন্তরের অর্ধশত বছরের একটি মূল্যবান মেহগনি গাছ রাতের আঁধারে উধাও হয়ে গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, আমতলী উপজেলা পরিষদ সৃষ্টি হওয়ার পর তখন উপজেলা পরিষদ অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। বর্তমানে ওই গাছগুলো বড় গাছে পরিণত হয়েছে। উপজেলা পরিষদের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের পথে অর্ধশত বছরের একটি বড় মেহগনি গাছ ছিল। ওই গাছটি গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত ৭/৮ জন লোক কেঁটে নিয়ে গেছে বলে স্থাণীয়রা জানায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাছটি কেঁটে নিয়ে যাওয়ার পরে ওই কাটা স্থানে মাটি দিয়ে ভরাট করে রাখা হয়েছে। গাছের ছোট ছোট ডালপালাসহ কিছু অংশ পাশে পড়ে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থাণীয়রা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ৭/৮ জন অজ্ঞাত লোকজন অর্ধশত বছরের ওই মেহগনি গাছটি কেঁটে নিয়ে গেছে।
আজ (রবিবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান রাতের আধারে গাছ কেঁটে নেওয়ার ঘটনায় আমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, উপজেলা পরিষদের ভেতরের মূল্যবান গাছ রাতের আঁধারে কেঁটে নেয়ায় ঘটনা অত্যান্ত দুঃখজনক। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, রাতের আধারে গাছ কেঁটে নেওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। এ ঘটনার সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে গাছ কেঁটে নেওয়ার বিষয়ে সাধারণ ডায়েরী হয়েছে বলে স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।