ফতুল্লায় ১৪ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোর কে বলৎকার করার চেস্টার ঘটনায় ৬০ বছর বয়সী মোঃ মহিনুর ইসলাম নামক এক বৃদ্ধ কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুর সাড়ে তিনটায় ফতুল্লার কোতালেরবাগস্থ জনি টেক্সটাইল মিলের ভিতরে।পরে পুলিশ সংবাদ পেয়ে রাত আটটার দিকে নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরটির মামা বাদী হয়ে বলৎকার করার চেস্টার অভিযোগ এনে গ্রেফতারকৃত মহিনুর ইসলাম কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃত মহিনুর ইসলাম কোতালেরবাগস্থ জনি প্রিন্ট ডাইং এন্ড প্রসেসিং টেক্সটাইল মিলসে্র নিরাপত্তারক্ষী এবং সুনামগঞ্জ জেলার শাল্লা থানার অটগাওঁ গ্রামের মৃত শরাফত আলীর পুত্র ও শিয়াচর লালখাঁ উকিল বাড়ী মোড়ের আরিফের বাড়ীর ভাড়াটিয়া।
জানা যায়,প্রতিবন্ধী কিশোরটি দুপুরের ভাত খেয়ে বাসা থেকে বের হয়ে সাইকেল চালাচ্ছিলো।সাইকেল চালানোর এক পর্যায়ে কিশোরটি জনি প্রিন্ট ডাইং এন্ড প্রসেসিং টেক্সটাইল মিলসে্র গেইটের সামনে এলে নিরাপত্তারক্ষী আটককৃত মহিনুর ইসলাম তাকে ডেকে উক্ত কারখানাটির দোতালায় নিয়ে যায়।কারখানাটি ঈদের ছুটিতে বন্ধ ছিলো।ফলে কারখানার ভিতরে কেউ ছিলোনা।এ সুযোগ কে কাজে লাগিয়ে প্রতিবন্ধী কিশোর কে কারখানার ভিতরে ঢেকে নিয়ে দোতালায় নিয়ে গিয়ে একটি টেবিলের ওপর শুইয়ে দিয়ে প্যান্ট খুলার চেস্টা করে।এ সময় প্রতিবন্ধী কিশোরটি চিৎকার করলে সে ভয়ে কিশোরটিকে ছেড়ে দেয়।পরে কিশোরটি দৌড়ে কারখানাটির বাইরে চলে আসে।সে বাসায় গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বললে তার স্বজনেরা জরুরী সেবা ৯৯৯ -এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তারক্ষী কে গ্রেফতার করে।