নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা বাজারে জুতা কেনা-বেচাকে কেন্দ্র করে দুই নারীকে মারধর ও লাঞ্ছিত করে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার(১৭মে)দুপুরে ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাসস্ট্যান্ডস্থ পাগলা ইউনুছ সুপার মার্কেটের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।
আহত জায়েদা বেগম(৫০) জানান,জুতা বিক্রয়ের দর কষাকষি নিয়ে কথাকাটাকাটি হয়।এক পর্যায়ে দোকানদার ইমন টাকা ও জুতা কোনটাই দিবেনা বলে জানায়।এমন সময় দোকানদার ইমন হাতে থাকা জুতা দিয়ে মাথায় আঘাত করে,তার কলেজ পড়ুয়া মেয়ে থামাতে গেলে তাকেও মারধর করে লাঞ্ছিত করে ইমন।এ সময় তাদের ডাক- চিৎকারে আশপাশের দোকানীরা এগিয়ে এসে তাদের কে উদ্বার করে।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার ইমন দোকান ফেলে কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর অালম ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চুকে মোবাইল ফোনে কল করা হলে তারা কলটি রিসিভ করেননি।
এ বিষয়ে ফতুল্লা ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান,ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে,অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।