প্রেসবিজ্ঞপ্তিঃ প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের উপরে নির্যাতন ও মিথ্যা মামলায় দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা মডেল প্রেসক্লাব।
মঙ্গলবার(১৮মে) সন্ধ্যায় ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু ও সাধারন সম্পাদক ফরিদ আহমেদ বাধন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা প্রশ্ন রেখে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কি কোন টর্চার সেল। সাংবাদিকের টুটি চেপে ধরেছে অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম নামের একজন নারী !
কিভাবে অনুসন্ধানি মেধাবি একজন সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরে রেখেছে সেটা সারাবিশ্ব দেখছে।
উনি একজন সরকারি কর্মকতা হয়ে এ ভাবে কি করে গায়ে হাত তূলতে পারে ? আমরা তদন্ত করে এই জেবুন্নেছাসহ সাংবাদিকের উপর হামলাকারী চক্রকে চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।
একই সাথে অনুসন্ধানি সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মূক্তি দাবি জানাচ্ছি। সাংবাদিকদের অধিকার রক্ষায় সর্বস্তরের সাংবাদিকদের এককাতারে আসার আহবান জানান ক্লাবের কর্মকর্তারা।