ফতুল্লা মডেল থানা পুলিশ মোঃ বিলাল হোসেন(২০) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।এ সময় তার নিকট থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
বুধবার(১৯মে) দিবাগত রাত আড়াইটায় তাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার নবিপুর কাউন্টার সংলগ্ন মোঃ সিদ্দিক মিয়ার পুত্র। বর্তমানে মাসদাইর গুদারাঘাট এলাকায় তারা বসবাস করে আসছে।
থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লা মডেল থানার এস,আই হাসান সঙ্গীয় ফোর্স সহ জামতলাস্থ মেলা ফুডের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক বিক্রয় কালে বিল্লাল কে আটক করে।এ সময় তার নিকট থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার এস,আই হাসান জানায়,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা রুজু হয়েছে।