ফতুল্লার সস্তাপুর থেকে বিদেশী বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমান সিগারেট সহ এক যুবক কে গ্রেফতার করেছে র্যাব ১০’র সদস্যরা।
বৃহস্পতিবার (২০মে) রাতে তাকে ফতুল্লার মধ্য সস্তাপুর থেকে গ্রেফতার করা হয়েছে।এ সময় তার নিকট থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যমানের বিভিন্ন ব্রান্ডের ১১৭৬ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়।এ ঘটনায় র্যাব বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে (২৫(১)২৫-খ ধারায়)ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃত মোঃইউসুফ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র মধ্য সস্তাপুরের ১ নং রোডের সামছুল মিয়ার ভাড়াটিয়া।
মামলার বিবরনীতে জানা যায়,বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০’র সদস্যরা ফতুল্লা মডেল থানার মধ্য সস্তাপুরের ১ নং রোডের সামছুল মিয়ার বাড়ীর নীচতলার ফ্ল্যাটের দক্ষিণ পার্শ্বে রুমে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ বিদেশী বিভিন্ন ব্রান্ডের ১১৭৬ প্যাকেট সিগারেট উদ্ধার করে।এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ইউসুফ পালিয়ে যাবার চেস্টা করলে র্যাব-১০’র সদস্যরা দৌড়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ইউসুফ দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কালোবাজারি করে বিদেশের বিভিন্ন ব্রান্ডের সিগারেট আমদানী করে তা বিক্রি করে আসছে।