নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেয়ার পায়তারা চালাচ্ছে একটি ভূমিদস্যু চক্র।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,মধ্যনগর গ্রামের ভিতর স্থাপিত ইউনুস আলী ইন্না ও দীল খুশ আলীর ইটভাটায় কৃষি জমির মাটি কেটে নেয়ায় অপচেষ্টা চালাচ্ছে একটি শক্তিশালী সিন্ডিকেট। অথচ উক্ত জমিতে বছরে ৩ বার ফসল হয়।প্রধানমন্ত্রীর ৩ ফসলী কৃষি জমি যেন কোন মতে নষ্ট করা না হয় তার নির্দেশনা রয়েছে।অথচ মধ্যনগরে ক্ষমতাসীন দলের ও যুবদলের কতিপয় নেতা একটি সিন্ডিকেটের মাধ্যমে কৃষি জমির মাটি ইটভাটায় দেয়ায় অপচেষ্টা চালাচ্ছে। তারা ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর নাম ব্যবহার করছে। পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী আবাসিক এলাকায় কোন ইটভাটা স্থাপন করা যাবেনা। সেই নিয়ম ভেংঙ্গে ইন্না ও দিলখুশ আলী ইটভাটা নির্মান করায় সাধারণ মানুষ হাঁপানী,শ্বাস কষ্ট সহ নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।কৃষি জমিতে ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতি হচ্ছে।
অপর দিকে যে কোন বিনিময়ে উল্লেখিত ইটভাটায় মাটি বিক্রি করতে মরিয়া হয়ে উঠেছে মাটি সিন্ডিকেট চক্র।
অপর দিকে যে কোন বিনিময়ে কৃষি জমি রক্ষার্থে তারা এক হচ্ছে। তারা এই জমি গুলো হতে বছরে কৃষি চাষ করে লাখ লাখ টাকা আয় করছে।তারা কৃষি জমির উপর নির্ভরশীল। মাটি কাটা ও জমি রক্ষার্থে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে মধ্যনগর গ্রামবাসী।যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।
এ ব্যাপারে সচেতন এলাকাবাসী বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর হস্তক্ষেপ কামনা করেন।