ফতুল্লার মাসদাইর থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গনেস (৫০)কে গ্রেফতার করেছে বন্দর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত গনেশ বন্দর থানার ১৬২ সিকান্দার সাহা রোডের রামকৃষ্ণের পুত্র।
বুধবার দুপুরে তাকে ফতুল্লার মাসদাইর শ্মসান থেকে গ্রেফতার করা হয়ছে বলে জানায় পুলিশ।
বন্দর ফাড়ির ইনচার্জ সঞ্জয় সরকার জানায়, গ্রেফতারকৃত গনেস একটি সি,আর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ,এস,আই কামরুজ্জামান ও এস,আই ওবায়েদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মাসদাইর শ্মসান থেকে তাকে গ্রেফতার করা হয়।