ইজি বাইক চালক কে দোকান থেকে সিগারেট আনতে পাঠিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে গেলো যাত্রীবেশী চোর।
ঘটনাটি ঘটেছে শনিবার(২৯মে) সকাল সাড়ে সাতটায় ঢাকা- নারায়নগঞ্জ মহাসড়ক সংলগ্ন জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায়।
এঘটনায় ইজিবাইক চালক ফতুল্লা থানার পাঠানতলীর আব্দুল মান্নানের পুত্র মোঃ আনারুল বলেন,শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে সাইনবোর্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি জালকুড়ি যাওয়ার জন্য তার অটোরিক্সা ভাড়া করে।জালকুড়ি মোড়ে আসিলে তাকে একটি গলির নিয়ে যায় এবং দোকান হইতে তাকে একটি সিগারেট কিনে আনতে পাঠায়। সে যাত্রীর কথা মতো সিগারেট কিনতে যায় এবং সিগারেট নিয়ে এসে দেখতে পান অজ্ঞাত যাত্রীটি তার ইজিবাইক নিয়ো চলে গেছে।এ সময় ইজিবাইকে তার উপার্জিত অর্থের ছয়শত টাকা ও তার ব্যবহৃত একটি মোবাইল ও ছিলো তাও নিয়ে পালিয়েছে চোর।