গত সোমবার (৩১ মে) একটি অনলাইন নিউজ পোর্টালে ‘কুতুবপুরের রসুলপুরে জলিল ও রবিন এর হাট বসিয়ে মাদক ব্যবসা’ শিরোনামে সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ ফারহান রবিন।
তিনি বলেন ‘আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। মুলত আমি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছি দীর্ঘদিন ধরে। আমি মধ্য রসুলপুর পঞ্চায়েত কমিটির সদস্য, মাদক,সন্ত্রাস,চাঁদবাজ, ভূমিদস্যু,নারী নির্যাতন, ইভটিজিং প্রতিরোধে গঠিত চৌদ্দ পঞ্চায়েত কমিটির দপ্তর সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। অত্র এলাকার যেকোনো সমস্যা সমাধানে ও উন্নয়নমুলক কাজে যুব সমাজের প্রতিনিধি হিসেবে স্থানীয় সম্মানিত মুরুব্বিদের সঙ্গে একযোগে কাজ করার সুযোগ হচ্ছে আমার। বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গেও আছি সক্রিয়ভাবে। কুতবপুর ইউনিয়ন যুবলীগ নেতা হিসেবে দলের বিভিন্ন কর্মসূচীতে আমার উপস্থিতির কথা সিনিয়র নেতৃবৃন্দও অবগত। মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুন্দর রসুলপুর গড়ে তুলতে আমার প্রচেষ্টা অব্যাহত আছে থাকবে।
ফারহান রবিন আরো বলেন, ‘দীর্ঘদিন ধরেই একটি স্বার্থান্বেষী মহল ও রাজনৈতিক প্রতিপক্ষ, সমাজের দুষ্কৃতিকারীরা আমার সুনাম ক্ষুন্নের অপচেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে একটি অনলাইন পোর্টালে আমার ব্যাপারে মনগড়া ও ভিত্তিহীন কিছু তথ্য উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোনো প্রকার মাদক অথবা কিশোর গ্যাংয়ের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আমি আরো উল্লেখ করছি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমার অবস্থান সর্বদাই ছিল, আছে এবং থাকবে। অভিযুক্ত হিসেবে আমার কোনো প্রকার বক্তব্য না নিয়ে যেভাবে একপেশে রিপোর্ট করা হয়েছে, তা অনুচিত। রাজনৈতিকভাবে আমাকে মোকাবিলায় ব্যর্থ হয়ে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দ্বিধাহীনভাবে উল্লেখ করছি, আমি কোনো প্রকার অপরাধের সাথে যুক্ত নই। ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রনোদিত সংবাদ যাতে লেশমাত্র প্রমাণ নেই, আমি তার পরোয়া করি না। এরকম মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আপনারা কেউ মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।’