নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানীমূখী একটি পোষাক তৈরীর কারখানার শ্রমিকবাহী বাসে সন্ত্রাসীরা হামলা চালিয়ে নারীসহ ৫জন শ্রমিককে এলোপাথারী পিটিয়ে আহত করেছে।
মঙ্গলবার ( ১জুন ) সকালে ফতুল্লার কুতুবপুর নয়ামাটি এলাকায় অবস্থিত ইউরোটেক্স নীট ওয়্যার গার্মেন্টের কাছে এঘটনা ঘটে।
আহতরা হলেন-ইউরোটেক্স নীট ওয়্যার গার্মেন্টের সুপার ভাইজার সুহৃদ (২৪), নিঝুম (২২), কাটারম্যান হাসান(৩০),অপারেটর শরীফ(২৫) ও সানি(৩০)।
আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে রাত ১০টায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেন ইউরোটেক্স গার্মেন্টের সিনিয়র এক্সিকিউটিভ শেখ ওয়াসিম। এঘটনায় রাতেই পুলিশ আব্দুর রহমান রাসেল (২৯) নামে এক জনকে গ্রেফতার করেছে।
আহত শ্রমিকরা জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী রাসেল নয়ামাটি এলাকার আম্বর আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে শ্রমিকদের কাছ ছুরির ভয় দেখিয়ে বেতনের টাকা ছিনিয়ে নেয়। ভয়ে দুর্ধষ এ সন্ত্রাসীর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেনা।
মঙ্গলবার সকালেও হঠাৎ কোন কারন ছাড়াই ইউরোটেক্স নীট ওয়্যার গার্মেন্টের শ্রমিকবাহী বাসে ৬/৭ জন ধারালো ছুরি ও লাঠি নিয়ে হামলা চালায়। গাড়ির ভিতর প্রবেশ করে নিরিহ শ্রমিকদের এলোপাথারী মারধর করে। ওই সময় বাসে ২০/২৬ জন শ্রমিক ছিলো। এরমধ্যে লাঠি দিয়ে পিটিয়ে ৫ জনের হাত ভেঙ্গে দেয়। এরপর মালিক পক্ষকে জানানো হলে শ্রমিকদের চিকিৎসায় সময় লেগেছে এবং ওই সন্ত্রাসীর ভয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপন করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।