বয়ফ্রেন্ড জহিরকে নিয়েই সাংবাদিক পরিচয়ে দাবড়িয়ে বেড়ানো”এখনো গ্রেফতার হয়নি সেই রেহানা

শেয়ার করুন...

ফেরদৌসী আক্তার রেহেনা নামটি নারায়ণগঞ্জ জেলাজুড়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত। অবশ্য ইতিবাচকভাবে নয়, বরং নিজের সীমাহীন কুকীর্তির মাধ্যমেই আলোচনায় এসেছেন ধুরন্ধর এই নারী। ফতুল্লার সস্তাপুরের এক হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া রেহেনা অপরাধজগতের অন্ধকার সব অলিগলিতে বিচরণ করে চিনিয়েছেন নিজেকে। অবশ্য একের পর এক কুকীর্তি করেও ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে অসামাজিক কার্যকলাপ করে আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে জুতাপেটার শিকার হওয়া এই চিহ্নিত প্রতারক। সম্প্রতি কাউন্সিলর খোরশেদের পারিবারিক সমস্যার ব্যাপারে অযাচিত, অশালীন মন্তব্য করে হয়েছেন ডিজিটাল সিকিউরিটি আইনে দায়েরকৃত মামলার আসামী। সর্বশেষ বহুরূপী টাউট, ভুয়া মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান, ভূঁইফোড় অনলাইন টিভির কর্ণধার, প্রতারক প্রদীপ চন্দ্রের সাথেও নাম জড়িয়েছে চিহ্নিত প্রতারক রেহেনার। তবে এতোকিছুর পরেও গ্রেফতার এড়াতে সক্ষম হচ্ছে ফেনসিডিল ব্যবসার দায়ে জেল খাটা রেহেনা।

 

বিশ্বস্ত সূত্রমতে, সম্প্রতি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ার খায়েশ জাগে রেহেনার। আর সে লক্ষ্যে আলোচনায় থাকার কৌশল নিয়েই এগোচ্ছিলো সে। নেমেছিলো ডাকসাইটে নেতাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার মিশনে। দানের নামে ফটোসেশান, নেতাদের পাশে দাঁড়িয়ে যেকোনো উপায়ে ছবি তোলা, আলোচিত নানান ঘটনায় নিজের সুবিধামতো বক্তব্য দেওয়া ছিল তার রুটিনের অংশ৷

 

সূত্র আরো জানায়, রেহেনা তথাকথিত দানের কথা বলে বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করেন। এইসব অর্থের বিপুল অংশ আসে প্রবাসীদের কাছ থেকে। প্রাপ্ত অনুদানের প্রায় সবটুকুই আত্মসাৎ করেন রেহেনা। কখনও কখনও দানের নামে লোক দেখানো ফটোসেশানের আয়োজন করেন।

এখানেই শেষ নয়। রেহেনার পথচলার গল্পটিও নোংরামিতে ভরপুর। ফেনসিডিল বিক্রির মাধ্যমে অন্ধকার জগতে হাতেখড়ি হয় রেহানা আক্তারের। সময়ের পরিবর্তনে খোলস পাল্টে মানবাধিকার কর্মী সেজে মানব পাচার,বিচার শালিসীর নামে অর্থ আত্মসাৎ,ভূমিদস্যুতা, ব্ল্যাকমেইলিং সহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে সক্রিয় রয়েছে অভিযোগ পাওয়া গেছে।বর্তমান সময়ে রেহানা আক্তারের এ সকল অপকর্মের দোসর হলো তার বয় ফেন্ড্র ও একই সংগঠনের জহিরুল ইসলাম নামক আরেক ধুরন্ধর প্রতারক।

 

তথ্য মতে,ফতুল্লার সস্তাপুরের মৃত সুলতান মিয়ার কন্যা ফেরদৌসী আক্তার রেহানা।বড় ভাই শফি এলাকায় রিক্সা চোর শফি ওরফে চোরা শফি নামে পরিচিত। অতি দরিদ্র পরিবারে জন্ম নেয়া রেহানা আক্তার কিশোরী বয়স থেকেই অপরাধের সাথে জড়িয়ে পরে।ফেনসিডিল ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় রেহানা।তৎকালীন নারায়নগঞ্জ বারের প্রভাবশালী এডভোকেট মজিদ খন্দকার রেহানার হয়ে ফেনসিডিল মামলায় লড়েন এবং রেহানা কে জামিনে মুক্ত করেন।পরবর্তীতে মজিদ খন্দকারের অফিসে কাজ নেয় রেহানা।নাম প্রকাশে অনিচ্ছুক নারায়নগঞ্জ বারের সিনিয়র এক আইনজীবী জানান,নারায়নগঞ্জ বারের এক আইনজীবীর সাথে আপত্তিকরবস্থায় ঐ আইনজীবীর স্ত্রী হাতে নাতে ধরে ফেলে এবং রেহানাকে প্রকাশ্যে জুতা পেটা করেন।যা অনেকেই সেদিন দেখেছেন।এরপর থেকে নারায়নগঞ্জ আদালত পাড়ায় রেহানাকে নিষিদ্ধ করা হয়।

 

নির্ভরযোগ্য একাধিক সূত্র মতে,রেহানা একাধিক স্বামীর অধিকারী।তথ্য মতে,ফেরদৌসি আক্তার রেহানার প্রথম স্বামীর নাম হাকিম। সে বর্তমানে কুতুবআইল রিক্সার মিস্ত্রীর কাজ করেন।সে সংসার ছেড় পরবর্তীতে বিয়ে করেন ঈমান আলী নামক এক ব্যক্তিকে।সে মধ্যসস্তাপুর এলাকার স্থানীয় বাসিন্দা। তার সাথে ফেনসিডিলের ব্যবসা করেন। পুলিশের হাতে গ্রেফতার হয়ে মাদক মামলায় জেলখাটেন।রেহানার এ সংসারে একটি পুত্র সন্তান আছে।

 

পরে গলাচিপার আরমান নামে এক ছেলেকে বিয়ে করেন। তার সংসারে এক মেয়ে আছে।বিদেশেও থেকেছে বেশ কয়েক বছর। তার স্থায়ী কোন ব্যবসা নেই। দেহ ব্যবসা আর ব্লাকমেইলিং করে কয়েক কোটি টাকার সম্পদ গড়েছেন। কোতালেরবাগ এলাকায় একটি বহুতল ভবনের বাড়ি, সস্তাপুর এলাকায় একটি বহুতল ভবনের বাড়ি, সোনারগাও ও রূপগঞ্জে কয়েকটি প্লট কিনেছেন। । বর্তমানে কুমিল্লার এক ব্যক্তিকে বিয়ে করেছে বলে জানা গেছে।তাছাড়া একই সংগঠনের ফতুল্লার তক্কার মাঠের জহিরুল ইসলাম নামক অপর এক প্রতারকের সাথে তার রয়েছ গভীর সম্পর্ক। প্রায় সময় তারা দুজন লং ড্রাইভে যায় এমনকি বিভিন্ন কটেজেও রাত্রী যাপন করে থাকে বলে জানা যায়।

 

বয়ফ্রেন্ড জহিরুল ইসলামকে নিয়েই প্রতারণা ফাঁদ পেতে সাধারণ মানুষদের হয়রানী করে আসছে বলে অভিযাগ রয়েছে। মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয় দিয়ে শহর জুড়ে দাবড়িয়ে বেড়াতো তারা দুইজন। নারায়ণগঞ্জ ছাড়াও দেশের বেশ কয়েকটি জেলাতে এই চক্রের সদস্যরা সক্রিয় রয়েছেন।

সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরশেনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন সাইদা আক্তার শিউলি নামের এক নারী। ঐ মামলার ২নং আসামী হলেন ফেরদৌসী আক্তার রেহানা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফসেবুকে লাইভে এসে সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি নামক এক নারীর বিরুদ্ধে আপত্তিকর, বানোয়াট ও মিথ্যা কাহিনী সাজিয়ে কূৎসা রটানোর অভিযোগে কাউন্সলির মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ ফেরদৌসী আক্তার রেহানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ফতুল্লা মডলে থানায় মামলা হয়েছিল।

 

অভিযোগে রয়েছে, সায়েদা শিউলিকে ফেরদৌসী আক্তার রেহানা ফেসবুকে লাইফে এসে অকথ্য ভাষায় মন্তব্য করে সম্মানহানি করেছেন। এমনকি মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে শিউলির বাড়িতে গিয়ে তার অনুপস্থিতিতে হয়রানি করেছে। এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, ফেরদৌসী আক্তার রেহানার বর্তমান বয়ফ্রেন্ড জহিরুল ইসলাম ছিলেন সায়েদা শিউলির সাবেক স্বামী। তাই খোরশেদ ও সায়েদা শিউলির বিষয় জানাজানি হলে সক্রিয় হয়ে উঠেন প্রতারক চক্রের মূলহোতা ফেরদৌসী আক্তার রেহানা।

 

সম্প্রতি রেহেনার চক্রের অন্যতম হোতা প্রদীপ চন্দ্র ধরা পড়ে র‍্যাবের জালে৷ এরপর একে একে নিষিদ্ধ জগতে রেহেনার পথচলার কাহিনী ব্যাপকভাবে প্রকাশ হতে থাকে। মাদক ব্যবসা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং, প্রতারণা, দেহব্যবসা, অর্থ আআত্মসাৎসহ অগণিত অভিযোগে অভিযুক্ত ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার আসামী কীভাবে এখনো প্রকাশ্যে ঘুরে ফিরছে।

সর্বশেষ সংবাদ



» নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৫ জন

» নারায়ণগঞ্জে ৫টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৫৭ জন

» না.গঞ্জ-৪ আসনে নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী মাও. জাব্বার

» কুষ্টিয়া-৪ আসনে সংসদ নির্বাচনে নৈশপ্রহরী খাইরুল

» নেত্রকোনা-৪ আসনে বিএনপি থেকে বাবর ও স্বতন্ত্র থেকে তার স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

» জামালপুর-১ আসনে হাত পাখার প্রার্থীর মনোনয়ন দাখিল

» আমতলীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত বিপাকে খেটে খাওয়া মানুষ

» যশোর-১ আসনে তৃপ্তির মনোনয়ন ফেরানোর দাবিতে কান্না ও ক্ষোভ

» ফতুল্লায় শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার গ্রেফতার

» মাদক ব্যবসায়ী জিলানীর ফেষ্টুন শোভা পাচ্ছে ফতুল্লা মডেল থানার প্রবেশদ্বারে

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বয়ফ্রেন্ড জহিরকে নিয়েই সাংবাদিক পরিচয়ে দাবড়িয়ে বেড়ানো”এখনো গ্রেফতার হয়নি সেই রেহানা

শেয়ার করুন...

ফেরদৌসী আক্তার রেহেনা নামটি নারায়ণগঞ্জ জেলাজুড়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত। অবশ্য ইতিবাচকভাবে নয়, বরং নিজের সীমাহীন কুকীর্তির মাধ্যমেই আলোচনায় এসেছেন ধুরন্ধর এই নারী। ফতুল্লার সস্তাপুরের এক হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া রেহেনা অপরাধজগতের অন্ধকার সব অলিগলিতে বিচরণ করে চিনিয়েছেন নিজেকে। অবশ্য একের পর এক কুকীর্তি করেও ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে অসামাজিক কার্যকলাপ করে আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে জুতাপেটার শিকার হওয়া এই চিহ্নিত প্রতারক। সম্প্রতি কাউন্সিলর খোরশেদের পারিবারিক সমস্যার ব্যাপারে অযাচিত, অশালীন মন্তব্য করে হয়েছেন ডিজিটাল সিকিউরিটি আইনে দায়েরকৃত মামলার আসামী। সর্বশেষ বহুরূপী টাউট, ভুয়া মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান, ভূঁইফোড় অনলাইন টিভির কর্ণধার, প্রতারক প্রদীপ চন্দ্রের সাথেও নাম জড়িয়েছে চিহ্নিত প্রতারক রেহেনার। তবে এতোকিছুর পরেও গ্রেফতার এড়াতে সক্ষম হচ্ছে ফেনসিডিল ব্যবসার দায়ে জেল খাটা রেহেনা।

 

বিশ্বস্ত সূত্রমতে, সম্প্রতি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ার খায়েশ জাগে রেহেনার। আর সে লক্ষ্যে আলোচনায় থাকার কৌশল নিয়েই এগোচ্ছিলো সে। নেমেছিলো ডাকসাইটে নেতাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার মিশনে। দানের নামে ফটোসেশান, নেতাদের পাশে দাঁড়িয়ে যেকোনো উপায়ে ছবি তোলা, আলোচিত নানান ঘটনায় নিজের সুবিধামতো বক্তব্য দেওয়া ছিল তার রুটিনের অংশ৷

 

সূত্র আরো জানায়, রেহেনা তথাকথিত দানের কথা বলে বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করেন। এইসব অর্থের বিপুল অংশ আসে প্রবাসীদের কাছ থেকে। প্রাপ্ত অনুদানের প্রায় সবটুকুই আত্মসাৎ করেন রেহেনা। কখনও কখনও দানের নামে লোক দেখানো ফটোসেশানের আয়োজন করেন।

এখানেই শেষ নয়। রেহেনার পথচলার গল্পটিও নোংরামিতে ভরপুর। ফেনসিডিল বিক্রির মাধ্যমে অন্ধকার জগতে হাতেখড়ি হয় রেহানা আক্তারের। সময়ের পরিবর্তনে খোলস পাল্টে মানবাধিকার কর্মী সেজে মানব পাচার,বিচার শালিসীর নামে অর্থ আত্মসাৎ,ভূমিদস্যুতা, ব্ল্যাকমেইলিং সহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে সক্রিয় রয়েছে অভিযোগ পাওয়া গেছে।বর্তমান সময়ে রেহানা আক্তারের এ সকল অপকর্মের দোসর হলো তার বয় ফেন্ড্র ও একই সংগঠনের জহিরুল ইসলাম নামক আরেক ধুরন্ধর প্রতারক।

 

তথ্য মতে,ফতুল্লার সস্তাপুরের মৃত সুলতান মিয়ার কন্যা ফেরদৌসী আক্তার রেহানা।বড় ভাই শফি এলাকায় রিক্সা চোর শফি ওরফে চোরা শফি নামে পরিচিত। অতি দরিদ্র পরিবারে জন্ম নেয়া রেহানা আক্তার কিশোরী বয়স থেকেই অপরাধের সাথে জড়িয়ে পরে।ফেনসিডিল ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় রেহানা।তৎকালীন নারায়নগঞ্জ বারের প্রভাবশালী এডভোকেট মজিদ খন্দকার রেহানার হয়ে ফেনসিডিল মামলায় লড়েন এবং রেহানা কে জামিনে মুক্ত করেন।পরবর্তীতে মজিদ খন্দকারের অফিসে কাজ নেয় রেহানা।নাম প্রকাশে অনিচ্ছুক নারায়নগঞ্জ বারের সিনিয়র এক আইনজীবী জানান,নারায়নগঞ্জ বারের এক আইনজীবীর সাথে আপত্তিকরবস্থায় ঐ আইনজীবীর স্ত্রী হাতে নাতে ধরে ফেলে এবং রেহানাকে প্রকাশ্যে জুতা পেটা করেন।যা অনেকেই সেদিন দেখেছেন।এরপর থেকে নারায়নগঞ্জ আদালত পাড়ায় রেহানাকে নিষিদ্ধ করা হয়।

 

নির্ভরযোগ্য একাধিক সূত্র মতে,রেহানা একাধিক স্বামীর অধিকারী।তথ্য মতে,ফেরদৌসি আক্তার রেহানার প্রথম স্বামীর নাম হাকিম। সে বর্তমানে কুতুবআইল রিক্সার মিস্ত্রীর কাজ করেন।সে সংসার ছেড় পরবর্তীতে বিয়ে করেন ঈমান আলী নামক এক ব্যক্তিকে।সে মধ্যসস্তাপুর এলাকার স্থানীয় বাসিন্দা। তার সাথে ফেনসিডিলের ব্যবসা করেন। পুলিশের হাতে গ্রেফতার হয়ে মাদক মামলায় জেলখাটেন।রেহানার এ সংসারে একটি পুত্র সন্তান আছে।

 

পরে গলাচিপার আরমান নামে এক ছেলেকে বিয়ে করেন। তার সংসারে এক মেয়ে আছে।বিদেশেও থেকেছে বেশ কয়েক বছর। তার স্থায়ী কোন ব্যবসা নেই। দেহ ব্যবসা আর ব্লাকমেইলিং করে কয়েক কোটি টাকার সম্পদ গড়েছেন। কোতালেরবাগ এলাকায় একটি বহুতল ভবনের বাড়ি, সস্তাপুর এলাকায় একটি বহুতল ভবনের বাড়ি, সোনারগাও ও রূপগঞ্জে কয়েকটি প্লট কিনেছেন। । বর্তমানে কুমিল্লার এক ব্যক্তিকে বিয়ে করেছে বলে জানা গেছে।তাছাড়া একই সংগঠনের ফতুল্লার তক্কার মাঠের জহিরুল ইসলাম নামক অপর এক প্রতারকের সাথে তার রয়েছ গভীর সম্পর্ক। প্রায় সময় তারা দুজন লং ড্রাইভে যায় এমনকি বিভিন্ন কটেজেও রাত্রী যাপন করে থাকে বলে জানা যায়।

 

বয়ফ্রেন্ড জহিরুল ইসলামকে নিয়েই প্রতারণা ফাঁদ পেতে সাধারণ মানুষদের হয়রানী করে আসছে বলে অভিযাগ রয়েছে। মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয় দিয়ে শহর জুড়ে দাবড়িয়ে বেড়াতো তারা দুইজন। নারায়ণগঞ্জ ছাড়াও দেশের বেশ কয়েকটি জেলাতে এই চক্রের সদস্যরা সক্রিয় রয়েছেন।

সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরশেনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন সাইদা আক্তার শিউলি নামের এক নারী। ঐ মামলার ২নং আসামী হলেন ফেরদৌসী আক্তার রেহানা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফসেবুকে লাইভে এসে সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি নামক এক নারীর বিরুদ্ধে আপত্তিকর, বানোয়াট ও মিথ্যা কাহিনী সাজিয়ে কূৎসা রটানোর অভিযোগে কাউন্সলির মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ ফেরদৌসী আক্তার রেহানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ফতুল্লা মডলে থানায় মামলা হয়েছিল।

 

অভিযোগে রয়েছে, সায়েদা শিউলিকে ফেরদৌসী আক্তার রেহানা ফেসবুকে লাইফে এসে অকথ্য ভাষায় মন্তব্য করে সম্মানহানি করেছেন। এমনকি মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে শিউলির বাড়িতে গিয়ে তার অনুপস্থিতিতে হয়রানি করেছে। এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, ফেরদৌসী আক্তার রেহানার বর্তমান বয়ফ্রেন্ড জহিরুল ইসলাম ছিলেন সায়েদা শিউলির সাবেক স্বামী। তাই খোরশেদ ও সায়েদা শিউলির বিষয় জানাজানি হলে সক্রিয় হয়ে উঠেন প্রতারক চক্রের মূলহোতা ফেরদৌসী আক্তার রেহানা।

 

সম্প্রতি রেহেনার চক্রের অন্যতম হোতা প্রদীপ চন্দ্র ধরা পড়ে র‍্যাবের জালে৷ এরপর একে একে নিষিদ্ধ জগতে রেহেনার পথচলার কাহিনী ব্যাপকভাবে প্রকাশ হতে থাকে। মাদক ব্যবসা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং, প্রতারণা, দেহব্যবসা, অর্থ আআত্মসাৎসহ অগণিত অভিযোগে অভিযুক্ত ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার আসামী কীভাবে এখনো প্রকাশ্যে ঘুরে ফিরছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD