ফরিদ আহমদ শিকদার(হবিগঞ্জ প্রতিনিধি )হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১ নং ইউ পি তে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে কে ইভ টিজিং করার একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টায় ইভটিজিং করার সময় উপস্থিত জনতা তাকে আটক করে এবং তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার কে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন নবীগঞ্জ থানার পুলিশ ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করলে উক্ত ঘটনা সাক্ষী ও উপস্থিত ব্যক্তিদের বক্তব্যে সন্দেহাতীত ভাবে সত্য প্রমাণিত হয়। এছাড়া দোষী দোষ স্বীকার করে এবং এরকম আর করবে না মর্মে ক্ষমা চায়।এমতাবস্থায়, সার্বিক বিষয় পর্যালোচনা করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মতে মো: আনোয়ার হোসেন (৩২), পিতা মৃত হায়দার আলী, সাং রায়পুরা , জেলা নরসিংদী কে দোষী সাব্যস্ত করে, দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার কৃত অপরাধে (এক) বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় আইন শৃঙ্খলা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশ।