ফতুল্লা প্রতিনিধি:- ফতুল্লার পাগলা এলাকায় জাফর ওরফে সোর্স জাফর এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপের তিন তাসের ভেলকিবাজি খেলায় সর্বশান্ত হচ্ছে এলাকার নিরীহ সাধারন মানুষ। বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবনতা। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘ দিন যাবত জাফর ওরফে সোর্স জাফরের নেতৃত্বে ১০/১২ জনের একটি গ্রুপ তিন তাসের ভেলকিবাজি খেলা চালিয়ে আসছে। প্রতিদিন সকাল ৭ টা হতে সকাল ৯ টা পর্যন্ত পাগলার তালতলা এলাকায় তিন তাসের ভেলকিবাজি জুয়া খেলার আসর বসায় এবং সকাল ১০ টা হতে রাত ৯ টা পর্যন্ত পাগলা মেরীএন্ডারসনের বিপরীত দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রাস্তার পূর্ব পাশে তিন তাসের ভেলকিবাজি জুয়া খেলার আসর বসায়।
এ খেলায় অধিক টাকা পাওয়ার প্রলোভন দিয়ে এলাকার উঠতি বয়সের যুবক শ্রেণী ও সাধারন মানুষকে আকৃষ্ট করা হয়। এ তিন তাসের ভেলকিবাজি খেলায় প্রতিদিন মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে ভুক্তভোগীরা জানায়। এ খেলায় সর্বশান্ত হচ্ছে যুবক শ্রেণী ও সাধারন মানুষ, আর এ সুযোগে লাখ-লাখ টাকার ফায়দা লুটে নিচ্ছে জাফরের নেতৃত্বে অসাধু ব্যক্তিরা। নাম প্রকাশে অনিচ্ছুক ফতুল্লার পঞ্চবটি এলাকার একজন জানায়, তিন তাসের ভেলকিবাজির খেলার অসাধু গ্রুপের ব্যক্তিরা তিন তাসের ভেলকিবাজি দিয়ে কৌশলে হাতিয়ে নেয় অনেকের টাকা । এ অসাধু গ্রপের খপ্পরে পড়ে অনেক নিরীহ লোক এবং যুব সমাজ সর্বশান্ত হয়ে পড়ছে। এতে করে এলাকায় ছিচকে চুরি,ছিনতাই সহ অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে বলে এলাকাবাসী মনে করছেন। এ ব্যাপারে এলাকাবাসী আইনপ্রয়োগকারী সংস্থার সু-দৃস্টি কামনা করেছেন।