ফতুল্লার মাসদাইর এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান ওরফে পিচ্ছি মিজান ফের বেপরোয়া হয়ে উঠেছে। বিশেষ করে ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রতিদিন মহড়া দিচ্ছে পিচ্ছি মিজানের বাহিনী। সম্প্রতি ফতুল্লার ঝুট সেক্টর নিয়ে ফতুল্লা মডেল থানায় তিনটি মামলা হয়েছিল যার প্রতিটির মধ্যেই মিজানের সম্পৃক্তা রয়েছে। দুটি মামলার বাদী ও একটি মামলার প্রধান আসামী ছিল ছিল মিজান। মিজানের দায়ের করা মামলায় আসামীর গ্রেফতার হলেও যে মামলার মিজান আসামী ছিল সেই মামলায় পুলিশ মিজানকে গ্রেফতার করেনি। এমনকি মিজান প্রকাশ্যে ঘুরে বেড়ালেও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানকে গ্রেফতার না করায় পরবর্তিতে মামলাটি মিমাংসা করা হয়। মূলত পিচ্ছি মিজানের কারণেই ফতুল্লার ঝুট সেক্টরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। গত কয়েক মাসে মিজানের নেতৃত্বে ছোট ছোট কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটলেও আগামীতে আরো বড় ধরণের তান্ডব চালানোর প্রস্তুতি নিচ্ছে পিচ্ছি মিজান বাহিনী। প্রভাবশালী নেতা ও কতিপয় পুলিশ সদস্যদের ব্যবহার করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে সন্ত্রাসী পিচ্ছি মিজান। রাজনৈতিক কোন পরিচয় না থাকলেও নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে আসছে। বরিবার থেকে ফের মহড়া দিচ্ছে পিচ্ছি মিজান। জানা গেছে, দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। হত্যা, অস্ত্র মামলাসহ অসংখ্যা মামলার আসামি পিচ্ছি মিজান এখন মাসদাইর এলাকায় অপরাধ জগতের রাম রাজত্ব কায়েক করতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মিজান ঝুট সেক্টর নিয়ন্ত্রনের পাশাপাশি এলাকায় আতংকের আরেক নাম। বেশ কয়েক মাস আগে মাসদাইর পাকাপুল এলাকার আফজাল হোসেনের পুত্র মিজানুর রহমান ওরফে পিচ্ছি মিজানের দাপট দিন দিন বেড়েই চলছে। তার অবৈধ অস্ত্র উদ্ধারে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই বললেই চলে। পাঁচটি অস্ত্র মামলাসহ অসংখ্য মামলা রয়েছে ছোট মিজানের সাথে ফতুল্লার অসাধু একাধিক পুলিশ সদস্যদের সাথে সুসম্পর্ক থাকার কারণে বিভিন্ন মানুষকে হয়রানি করে ঝুট সেক্টর নিয়ন্ত্রনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।