মাদক সম্রাজ্ঞী ও অসামাজিক কার্যকলাপের নেত্রী বহুরূপী ফেরদৌসী আক্তার রেহেনা গ্রেফতার এড়াতে পলাতক থাকলেও রেহেনার বয়ফ্রেন্ড হিসেবে পরিচিত প্রতারক জহির ও মোমেন আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। তবে ভুক্তভোগীরা রেহেনা সহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে আশুহস্তক্ষেপ কামনা করেছে।
জানা যায়, ফতুল্লা ফ্রেন্ড সার্কেলের নেতা মোঃ জহিরুল ইসলাম ও বন্দরের অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার সেক্রেটারী মোমেন ইসলাম নিজেদের অপকর্মের ফিরিস্তি এড়াতে ভোল্ট পাল্টেছে। গ্রেফতার এড়াতে আত্মগোপনে গিয়ে প্রতারক চক্রের সকল সহযোগীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এবং যারা যারা বর্তমানে এই প্রতারক চক্রের গোপন তথ্য ফাঁস করছে তাদের বিরুদ্ধে কিভাবে অবস্থান নিয়ে হয়রানী করা যায় সেই বিষয়ের পরিকল্পনা করছে। এদিকে এক বিবাহিত নারীর সাথে অপকর্ম করতে গিয়ে মোমেন ইসলাম জনরোষের শিকার হয় এবং গণপিটুনি খেয়ে নিজের অপকর্মের কথা স্বীকার করে। বন্দরের বিভিন্ন মানুষের কাছ থেকে বিএইচডিএস এর নামে আইডি কার্ড বিক্রি করে এবং বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেলিং করে হয়রানী করছে মোমেন ও তার বাহিনী। মোমেনের এই বিএইচডিএস সংগঠনটি রেজিস্ট্রেশন বিহীন হলেও দাপটের সাথে ফেরদৌসী আক্তার রেহেনাকে নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতির দায়িত্ব দিয়ে অপরাধ কর্মকান্ডের ডালপালা বিস্তার করে। বিভিন্ন রিসোর্ট সহ প্রাকৃতিক মনোরম পরিবেশে রেহেনা জহির ও মোমেনকে নিয়ে আনন্দ ফ‚র্তি করে বেড়ায়। মোমেন ও জহির দুই থানা এলাকার বাসিন্দা হলেও ঐক্যবদ্ধ ভাবে প্রায় ১০/১২ জনের নারী পুরুষ সম্বিলিতভাবে একটি প্রতারক সিন্ডিকেট তৈরি করে নারায়ণগঞ্জ জেলা সহ বিভিন্ন জেলা-উপজেলায় প্রতারক চক্রের মাধ্যমে সাধারণ নিরীহ মানুষকে হয়রানী করে চলেছে। সরকার অনুমোদনহীন সংগঠন এবং প্রতারনামূলক সংস্থা সুলতান আহম্মেদ মেমোরীয়াল ফাউন্ডেশনটি পরিচালনা করে বহুরূপী পুরুষ খেকো ফেরদৌসী আক্তার রেহেনা আর অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা পরিচালনা করে নারী খেকো মোমেন এবং ফতুল্লা ফেন্ড সার্কেল পরিচালনা করে ব্ল্যাকমেইলার জহির। তাদের প্রতারনার বিষয়গুলি যখন জনগণ জানছে ঠিক তখনই রেহেনার সাথে সাথে জহির ও মোমেন গা ঢাকা দিয়েছে। প্রতারক চক্রটি বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেলিং য়ের পাশাপাশি মিথ্যা মামলা মোকদ্দমার ভয়ভীতি দেখিয়েও অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়াও পুরুষ খেকো রেহেনার বেশ কয়েকজন রোটারীয়ান, সাংবাদিক ও মানবাধিকার নামধারী প্রতারক সিন্ডিকেট রয়েছে। রেহেনার পক্ষে সাফাই গাইতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে র্যাবের হাতে গ্রেফতারকৃত প্রতারক প্রদীপ চন্দ্র বর্মন সহ সরকার অনুমোদন বিহীন কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের সাংবাদিক নামধারী মানববন্ধন করে। মানবন্ধনের পরই প্রতারক প্রদীপ চন্দ্র বর্মন গ্রেফতার হয়। মানববন্ধনে যে ব্যানারটি ব্যবহার করা হয়েছিল সেইখানে প্রায় ৮টি সংগঠনের নাম থাকলেও কোন সংগঠনের সরকারি অনুমোদন ছিলনা। এ ব্যাপারে বহুরূপী মামলাবাজ রেহেনা ও তার সহযোগী জহির ও মোমেন সহ সকল প্রতারকদের দ্রুত গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জের সচেতন মহল দাবী জানিয়েছে।