মানবাধিকার নামধারী রোটারিয়ান পলাতক আসামী ফেরদৌসি আক্তার রেহেনা যে কোন সময় গ্রেফতার হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। রেহেনার যত অপকর্ম ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবং সাধারণ মানুষ রেহেনার প্রতি দারুন ক্ষোভ প্রকাশ করছে।
জানা যায়, প্রতারক রেহেনা নিজেকে কখনো মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ব্ল্যাকমেইলিং করে থাকে। এছাড়া নিজেকে রোটারীয়ান ও রাজনৈতিক দলের নেতা হিসেবেও পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম দেদারছে চালিয়ে যাচ্ছে।
রেহেনার ভিজিটিং কার্ডসহ অনুসন্ধানে জানা যায়, সুলতান আহাম্মদ মেমোরিয়াল ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের নারায়ণগঞ্জ জেলা শাখার মহিলা বিষয়ক সহ-সম্পাদক, রোটারী ক্লাব অব মিলিনিয়াম ঢাকার নির্বাহী সদস্য, জাতীয় সাংবাদিক কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, বাংলাদেশ মহিলা জনদল বিজেডি কেন্দ্রীয় কমিটির আহবায়ক, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ মহানগর কমিটির সহ-সভাপতি, সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার ভাইস চেয়ারম্যান, স্বপ্ন কুড়াই, স্বপ্নে রাখি সাংস্কৃতিক সংগঠন ও সমাজ গড়ি সহ করতোয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল হজ্জ্ব এজেন্সীর প্রোপ্রাইটর এবং আল-আসওয়াদ এজেন্সী আলীয়াদ ইয়ার ট্রাভেলস এর সাথে সম্পৃক্ত থেকে ব্যবসা বাণিজ্য ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। কিন্তু প্রকৃত পক্ষে ফেরদৌসি আক্তার রেহেনা এই সকল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। রেহেনার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। বিভিন্ন ব্যবসায়ীকে সুকৌশলে নিজের আয়ত্তে এনে ব্ল্যাকমেইলিং করে জিম্মি করে রেখেছে।
এছাড়া অনেক লোকের কাছ থেকে ঋণ হিসেবে টাকা পয়সা নিয়ে দেই দিচ্ছি বলে দিচ্ছে না। অন্যদিকে প্রতারক রেহেনা আইসিটি আইনে মামলা খেয়ে পলাতক জীবন যাপন করলেও ফেসবুকে বেশ কয়েকটি আইডি খুলে প্রতারনার শিকার হওয়া মানুষগুলোকে সহ প্রকৃত সাংবাদিকদের হুমকী ধামকী দিয়ে যাচ্ছে। এছাড়া রেহেনার সহযোগি মোমেন, সাফায়েত, শাকিল, জামাল, মিজানুর রহমান খোকন, মুন্না, বাবলি জামানসহ আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে রেহেনার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে সেই সকল মানুষদের সুকৌশলে বিভিন্ন ভাবে হুমকী দিয়ে যাচ্ছে প্রতারক চক্রটি। এদিকে পুলিশের একটি সূত্র জানায়, প্রতারক ফেরদৌসি আক্তার রেহেনা যে কোন সময় গ্রেফতার হতে পারে। অন্যদিকে আরেকটি সূত্র জানায় রেহেনা র্যাবের নজরদারিতে রয়েছে। কয়েক দিনের মধ্যেই রেহেনাসহ তার সহযোগিদের গ্রেফতার করা হবে বলে জানা গেছে। তবে দীর্ঘদিন যাবত রেহেনা গ্রেফতার না হওয়ায় পুলিশের প্রতি ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করছে। ইতিমধ্যেই রেহেনার বিরুদ্ধে অপপ্রচারের দায়ে ফতুল্লা থানায় আইসিটি আইনে মামলা দায়ের ও ব্ল্যাকমেইলিংসহ বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছে কয়েকজন ভুক্তভোগী। বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ পাওয়ায় অনেকেই খুশি এবং প্রতারক চক্রের খবরগুলি সবাই পাচ্ছে বলে সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।