ফতুল্লার পাগলা নয়মাটিতে মারামারির ঘটনায় আহত তানভীরের বড় ভাই আফজাল হোসেনের দায়ের করা অভিযোগটি বৃহস্পতিবার রাতে মামলা হিসেবে গ্রহন করেছে পুলিশ। দায়ের করা মামলায় আসামীরা হলো ফতুল্লা থানার পাগলা নাক কাটার বাড়ির আঙ্গুল হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইদ্রিসের ছেলে জুয়েল শেখ(৩২), একই এলাকার মোঃ পারভেজ (২৯), মোঃ সালাম (২২), মোঃ রাব্বি (১৯), রাতুল (২০), আলিফ (২২) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।
তবে মামলা থেকে নাক্কাটার বাড়ী এলাকার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সালাউদ্দীনের ছেলে এলাকায় যাবতীয় অপকর্মের মুলহোতা কখিত যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসেন তুহিন আসামী না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, এটা পরবর্তীতে সাদ্দামকে আরো বেপরোয়া হতে সহযোগিতা করার সামিল। উক্ত ঘটনার নাটেরগুরু হিসেবে অন্যতম সদস্য সাদ্দাম হোসেন তুহিন,ইসমাঈল হোসেন পারভেজ এবং জুয়েল শেখ। যাদের মধ্যে সাদ্দাম হোসেন তুহিন বাদে জুয়েল ও পারভেজকে আসামী করা হয় এ মামলায়। এ যেন “বেঁচে গেলো সাদ্দাম আর ফেঁসে গেলো জুয়েল” এর মত অবস্থা। অথচ উক্ত মারামারির ঘটনায় জুয়েল ও পারভেজের সাথে পুরোটাই সম্পৃক্ত কথিত এ যুবলীগ নেতা। ঘটনার পরে পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত করতে সাদ্দাম হোসেন তুহিন,ইসমাঈল হোসেন পারভেজ ও জুয়েল শেখের পক্ষ থেকে দুটি মিথ্যা অভিযোগ করানো হয় ফতুল্লা মডেল থানায়। যে অভিযোগের একজন বাদী হচ্ছেন মামলার ২ নং আসামী পারভেজের পিতা মো.ইব্রাহিম।
স্থানীয়দের দাবী,অপরাধীকে আশ্রয় ও প্রশ্রয় দেয়াটা অনেকটা অপরাধের সামিল। যাদের তদ্বিরে এ মামলা থেকে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপকর্মের হোতা কথিত নামধারী যুবলীগ নেতা সাদ্দাম হোসেন তুহিনকে বাদ দেয়া হয়েছে এর মাসূল পরবর্তীতে তাদেরকে নয় বরং স্থানীয় নিরীহ মানুষগুলোকে দিতে হবে। কারন “কয়লা ধুইলে কখনও ময়লা যায়না”। সাদ্দাম হোসেন তুহিনরা রাজনৈতিক ব্যানার গায়ের পেছনে লাগিয়ে অপরাধ করাটাকেই তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে। এদের কাছে খারাপ ছাড়া ভাল কোন কিছু আশা করা বোকামির সামিল। তাদের দাবী অনতিবিলম্বে এ মামলায় মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপকর্মের হোতা কথিত নামধারী যুবলীগ নেতা সাদ্দাম হোসেন তুহিনকে অর্ন্তভুক্তি করার অত্যন্ত গুরুত্বপুর্ন।
তারা সাদ্দাম হোসেন তুহিনের যাবতীয় অপকর্মের ফিরিস্তি ভালভাবে তদন্ত করে এ মামলায় আসামী করতে ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জের সদয় দৃষ্টি কামনা করেন।