সিলেটের গোয়াইনঘাটে দুই সন্তানসহ স্ত্রী হত্যায় স্বামী হিফজুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শনিবার (১৯ জুন) দুপুরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম হিফজুরকে আটকের বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন সে বর্তমানে সুস্থ আছে।আগামী কাল (২০ জুন) রোববার চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিবেন।
চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর তাকে আদালতে তোলা হবে এবং মামলার সঠিক তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ড আবেদন করবে।
উল্লেখ্য, গত ১৬ জুন একই পরিবারের গৃহবধুসহ তিন জনকে গলাকেটে ও মাথায় আঘাত করে হত্যা করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় গৃহকর্তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন হিফজুর রহমানের স্ত্রী হালিমা বেগম (৩০), তার ছেলে মিজান (১০) ও তিব বছরের মেয়ে তানিশা। বুধবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় নিহত হালিমা বেগমের বাবা অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দ্বায়ের করেন। ২২/১৬/০৬/২১