ফতুল্লার আলীগঞ্জে প্রতারনার উদ্দেশ্যে জাল জালিয়াতির মাধ্যমে জাল দলিল সৃজন করতঃ অর্থ আত্মসাতের মামলায় ইট ও সিএনজি ব্যসায়ী হাজী মোঃ শাহাবদ্দিন (৭৫) ও তার ছেলে এ বি এম তালহা(৩৫)কে গেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ১৯জুন (শনিবার) দুপুরে আলীগঞ্জের নিজ বাড়ি হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ফতুল্লার আলীগঞ্জ এলাকার মোঃ আবুল হাসনাত(৩৯),পিতা হাজী মোঃ ইলিয়াস বাদী হয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আমলী আদালত ’খ’ অ ল ,নারায়ণগঞ্জ এর আদালতে জাল জালিয়াতির মাধ্যমে জাল দলিল সৃজন করতঃ উহা জাল জানিয়া ও খাটি হিসেবে ব্যবহার করার ও দখলে রাখার অপরাধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আদালত বাদীর লিখিত অভিযোগ আমলে নিয়ে তা ফতুল্লা মডেল থানাকে মামলা হিসেবে গ্রহন করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন। ফতুল্লা মডেল থানা আদালতের নির্দেশ আমলে নিয়ে একটি মামলা রুজু করে,যার নং-৫৩,তাং-১৮/০৬/২১,ধারা ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৮ ।
এ মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুন(শনিবার) দুপুরে আলীগঞ্জ নিজ বাড়ি হতে মৃত রহিম উদ্দিনের ছেলে ইট ও সিএনজি ব্যবসায়ী হাজী মোঃ শাহাবদ্দিন (৭৫) ও তার ছেলে এ বি এম তালহা (৩৫) কে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করার প্রসত্তুতি চলছিল বলে জানা গেছে।