সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার)’র আব্দুল হালিম ও তার সহযোগিদের বিরুদ্ধে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সিনিয়র এডমিন অফিসার খায়রুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা হওয়ার ঘটনায় বিতর্কিত হচ্ছে সরকারী দল ও সরকারী দলের লোকজন। পিরোজপুর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হালিমের বিরুদ্ধে মামলার সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর খোদ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরাই সমালোচনা করেছে হালিমের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে। ধীক্কার দিচ্ছে আব্দুল হালিম ও তার সহযোগিদের।
একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে ফোনে জানায়, গত ৬ জুন আষাঢ়িয়ার চর এলাকায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কায়সার হাসনাত, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আব্দুল হালিমের প্রচারণা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আব্দুল হালিমের গুণগান করার পর থেকেই মুলত সে বে-পরোয়া হয়ে উঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক পিরোজপুর ও আষাঢ়িয়ার চর গ্রামের একাধিক সূত্র দাবি করে, সম্প্রতি পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দিতে অবস্থিত এইচ,কে,জি স্টীল মিলে ট্রাক আটকিয়ে চাঁদা দাবি করার মুল হোতা ছিল হালিম ও তার সহযোগি আহমদ আলী তানভির। হালিম তানভিরকে দিয়ে একটি কিশোর গ্যাং তৈরি করে স্থানীয় এলাকায় বিভিন্ন মিল ইন্ডাষ্ট্রি থেকে চাঁদা আদায় করার কাজে নেমেছে। হালিম-তানভির গ্রুপের অন্য সদস্যরা হলো – ডালিম, সাইফুল, নজরুল ইসলাম, আব্দুর রউফ, রাসেল বাবু, সেলিম, রোমান, উজ্জল ও ইমন। সূত্রের দাবি, গত ৩ জুন নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা হেফাজতের ঘটনায় বিতর্কিত ও অনেকটা কোনঠাসা হওয়ায় বর্তমানে সরকার দলীয় বিভিন্ন নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মিল ইন্ডাষ্ট্রিতে চাঁদাবাজীতে লিপ্ত হয়ে পরেছে। যার মধ্যে পিরোজপুর ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার)’র আব্দুল হালিম অন্যতম। সূত্র মনে করে, এ সকল চাঁদাবাজদের এখনই থামাতে না পারলে শুধু সোনারগাঁ আওয়ামী লীগের বর্তমান ও ভবিষ্যত অভিভাবক কায়সার হাসনাত বা মাহফুজুর রহমান কালামই নয়, বিতর্কিত হবে ঐতহ্যবাহী সোনারগাঁ আওয়ামী লীগও।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে মেঘনা গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজের পণ্য ও কাঁচামাল বহনকাজে ব্যবহৃত বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের কাছ থেকে টাকা চাইত আব্দুল হালিম-তানভির গ্রুপ। না দিলে গাড়ির চালকদের মারধর করত। সবশেষ গত ১৮ জুন শুক্রবার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় প্রতিষ্ঠানটির মাল পরিবহনের সময় একটি ট্রাক আটকে রেখে টাকা দাবি করে হালিম ও তার সহযোগিরা। না দিলে চালককে মারধর করে। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনিয়র এডমিন অফিসার খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে ট্রাকটি ছাড়িয়ে নেয়। পরে এ বিষয়ে সিনিয়র এডমিন অফিসার খাইরুল ইসলাম থানায় অভিযোগ দিলে থানা পুলিশ রোববার মামলাটি গ্রহণ করে।
যদিও মামলার বিষয়ে পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও মেঘনা শিল্পাঞ্চল এলাকার শ্রমিক নেতা অভিযুক্ত আব্দুল হালিম মামলার বিষয়ে কিছুই জানেন না বলে জানান এবং প্রতিষ্ঠানের কোন গাড়ি কখনো আটকে রাখার সাথেও জড়িত নন বলে দাবি করেছেন।