নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা নয়ামাটি এলাকায় ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য,। ২৩ (জুন) বুধবার সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়ন ৪-৫-৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ৫ নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন হাওলাদারের অফিসে কেক কেটে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কেক কাটার পুর্বে আগত নেতাকর্মীদের উদ্দ্যেশে আলাউদ্দীন হাওলাদার বলেন, আমি আওয়ামী লীগকে ভালোবাসি। নিজের জন্য নয় দলের জন্য রাজনীতি করি। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ একে এম শামীম ওসমানকে আমি ধন্যবাদ জানাই এইজন্য তার মাধ্যমে আমার এলাকায় আমি প্রচুর রাস্তাঘাটের কাজ করতে পেরেছি, আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাক্তার আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল,সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।