নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী বাজারে সোয়া ৬ শতাংশ জমি কিনে ১৯ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে আতœ স্বীকৃত ভিপি আলমগীর হোসেনের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়,১৯৬৮ সালে মৃত নাগর আলীর পুত্র হবি মিয়ার কাছ থেকে ইয়াদ আলী মাষ্টার ও মোন্তাজউদ্দিন মাষ্টার জমি ক্রয় করেন। মৃত্যুকালে নাগর আলী ২ ছেলে হবি মিয়া ও ফেলু মিয়া,৪ কন্যা ইরনী বিবি,শরিফুন বিবি,সুবরন বিবি ও ফিরোজা বিবিকে রেখে যান।
নাগর বেপারীর ১৯ শতাংশ জমির মালিক ২ ছেলে ৪ মেয়ে হলেও সুচতুর ইয়াদ আলী মাষ্টার ও মোন্তাজউদ্দিন মাষ্টার এক ওয়ারিশ হবি মিয়ার কাছ থেকে সোয়া ৬ শতাংশ জমি কিনে পুরো ১৯ শতাংশ জমি দখল করে নেন। অথচ অন্য ওয়ারিশ গন তাদের জমি ইয়াদ আলী ও মোন্তাজউদ্দিন মাষ্টারের নিকট বিক্রি করেননি। ইয়াদ আলী ও মোন্তাজউদ্দিন মারা যাওয়ায় পর ভিপি পরিচয় দিয়ে আলমগীর হোসেন জোরপূর্বক পুরো জমি দখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া তুলে আসছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, জমির মালিক গন বিএনপির সমর্থক হওয়ায় ক্ষমতার দাপটে পুরো ১৯ শতাংশ জমি দখল করে নেন আলমগীর হোসেন। এ ছাড়াও আলমগীরের বিরুদ্ধে রাজাপুরের প্রবাসী আনোয়ার হোসেনের জমি দখলের অপচেষ্টার অভিযোগ রয়েছে।
ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে আলমগীর হোসেন একের পর এক জমি দখল করে চললেও ভুক্তভোগীরা নিরুপায় হয়ে পড়েছে। বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর নিকট আলমগীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
বক্তাবলীর নব্য ভূমিদস্যু আলমগীর হোসেনের হাত থেকে বাচঁতে চায় নিরীহ এলাকাবাসী।