ফতুল্লা মডেল থানা পুলিশ মোঃ নওয়াব ওরফে নবাব মিয়া (৩২) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নবাব মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার খলিলাবাদ গ্রামের দানু মিয়ার পুত্র ও ফতুল্লা মডেল থানার রঘুনাথপুরের জাকিরের বাড়ির ভাড়াটিয়া।
শুক্রবার (২ জুন) তাকে ফতুল্লা থানার রঘুনাথপুরস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে গ্রফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ৮৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ জানায়,ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়কের ফতুল্লা থানার রঘুনাথপুরস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় অভিযান চালিয়ে নবাব মিয়া কে গ্রেফতার করে।এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৮৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানায় পুলিশ।