নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চরসৈয়দপুরের শীর্ষ সন্ত্রাসী কাশেম সম্রাট বাহিনীর বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩ তারিখ-২/৭/২০২১ইং
শুক্রবার (২ জুলাই) পুরান সৈয়দপুর এলাকার মৃত শহীদুল্লাহ্ এর পুত্র মোঃ আল আমিন বাদী হয়ে চর সৈয়দপুর এলাকার দৌলত হোসেন মেম্বারের পুত্র কাশেম সম্রাট ও ফয়সাল,কামাল হোসেনের পুত্র অরন্য,আবুল মেম্বারের পুত্র বিজয়ের নাম উল্লেখ করে মামলা করা হয়।মামলায় অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করা হয়।
মামলায় আল আমিন উল্লেখ করেন আমার ছোট ভাই মোঃ ইয়াছিন বালুর ব্যবসা সহ ঠিকাদারি কাজ করে আসছে। ১ নং আসামী কাশেম সম্রাট প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির ওয়েষ্টিজের মালামাল বের করে। আমার ভাই ইয়াছিন প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি কাজ পাওয়ায় আসামীরা আমার ভাইকে প্রানে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গত ১ জুলাই দুপুর দেড়টায় আমার ভাই ইয়াছিন ক্রাউন সিমেন্ট কোম্পানি সংলগ্ন মামা ভাগিনা হোটেলের ভিতর খাবার খাওয়ার সময় উক্ত বিবাদীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্য হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করে তার সাথে থাকা ৫১ হাজার টাকার মূল্যের মোবাইল সেট,আট আনা ওজনের স্বর্নের চেইন,নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ইয়াছিনের বন্ধু মামুন ও সাঈদ বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে।
উল্লেখ্য গত ১ জুলাই দুপুর দেড়টায় ক্রাউন সিমেন্ট কোম্পানির সামনে হোটেলে খাবাররত অবস্থায় সন্ত্রাসী কাশেম সম্রাট বাহিনী কুপিয়ে রক্তাক্ত জখম করে ইয়াছিনকে। স্বজনরা খবর পেয়ে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।
ইয়াছিনের অবস্থা আশংকাজনক হওয়ায় ভিক্টোরিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, পূর্ব শত্রুুতার জের ধরে লেবার কন্ট্রাক্টর জসিম হত্যা মামলার আসামী কাশেম সম্রাটের নেতৃত্বে ফয়সাল,অরন্য,বিজয়, রানা,সোহেল,বাবু সহ একটি সন্ত্রাসী বাহিনী দেশী অস্ত্র নিয়ে হোটেলে খাবাররত ইয়াছিনের উপর অর্তকিত হামলা চালায়। কাচের বোতল ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ইয়াছিনের স্বজনরা খবর পেয়ে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট ( ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। ইয়াছিনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইয়াছিন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, লেবার কন্ট্রাক্টর জসিম হত্যা মামলার আসামী কাশেম সম্রাট,ফয়সাল,বিজয়,অরন্য, রানা,সোহেল, বাবু সহ একটি সন্ত্রাসী চক্র বিভিন্ন কোম্পানির মাল নামানো,মাদক ব্যবসা,চুরি ছিনতাই সহ নানান অপকর্ম করে বেড়াচ্ছে। গত বুধবার প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির মালামাল নামাতে গেলে কাশেম সম্রাট গ্রুপ মুক্তারপুর গ্রুপকে বাধা দেয়। এতে করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লাগার সম্ভাবনা সৃষ্টির আশংকায় মালিক পক্ষ আতংকিত হয়ে পড়ে।
কাশেম সম্রাট বাহিনী জসিম হত্যা মামলায় জামিনে এসে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। অন্য কাউকে প্রিমিয়ার ও ক্রাউন সিমেন্ট কোম্পানির মালামাল নামাতে দেয়না। এ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সৈয়দপুর সহ আশপাশের এলাকার মানুষ। কাশেম সম্রাট বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে র্যাব ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন সচেতন এলাকাবাসী।