নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চরসৈয়দপুর এলাকার দৌলত মেম্বার। এলাকায় যাকে মানুষ চিনে খুনী হিসেবে।শুধু খুনী নয় এলাকায় সড়ক ও নৌ ডাকাত,মাদক ব্যবসা,জমি দখল,বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মাল নামানো, চুরি,ডাকাতি, ছিনতাই সহ নানান অপকর্মের কারনে দৌলত মেম্বার পরিবারের রয়েছে কুখ্যাতি।
দৌলত মেম্বার শুধু নয় তার পুত্র কাশেম সম্রাট ও ফয়সালের বিরুদ্ধে লেবার কন্ট্রাক্টর জসিম হত্যা মামলার আসামী ও। পিতা ও দুই পুত্র জামিনে বের হয়ে এসে আগের মতো অপকর্ম করে বেড়ালেও ভয়ে মানুষ কিছু বলতে সাহস পায়না। যারা প্রতিবাদ করে তাদের ধরে নিয়ে গিয়ে চালানো হয় নির্যাতনের ষ্টীম রোলার।
দৌলত মেম্বার, তার কুখ্যাত পুত্র কাশেম সম্রাট, অপর পুত্র ফয়সালের বিরুদ্ধে জসিম হত্যা মামলা,চাল লুট করে ট্রাক চালক হত্যা,১৯৯৪ সালে সেনাবাহিনীর উপর হামলা,১৯৯৬ সালে জোড়া খুন,১৯৯৯ সালে মুন্সিগঞ্জের নগর কসবা এলাকায় বাড়িঘর অগ্নিসংযোগ লুটপাট মামলা,২০১৭ সালে হোটেল ভাংচুর মামলা,২০১৮ সালে জসিম হত্যা মামলা,২০২০ সালে নওশেদ আলী চেয়ারম্যানকে মারধর মামলা,মাদক ও ভূমিদস্যুতার সহ ৮/৯ টি করে মামলা রয়েছে।
দৌলত মেম্বার ও তারপুত্র কাশেম সম্রাটের বিরুদ্ধে সড়ক ও নদী পথে ডাকাতির অভিযোগ রয়েছে।
নামে ট্রান্সপোর্টের ব্যবসা হলে ও মুলত মাদক ব্যবসা,জমি দখল,বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালামাল নামানো,চুরি ও ছিনতাই করানো দৌলত মেম্বার পরিবারের কাজ।
বড় পুত্র চরসৈয়দপুরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী কাশেম সম্রাট ও ফয়সালের নেতৃত্বে রয়েছে একটি পিচ্চি বাহিনী। এ বাহিনী খুন সহ এমন কোন অপকর্ম নাই করেনা।
এ বাহিনীর প্রধান উপদেষ্টা স্বয়ং দৌলত মেম্বার।প্রধান হলেন তারই ঔরশজাত প্রথম সন্তান কাশেম সম্রাট, সেকেন্ড ইন কমান্ড মাদক সম্রাট ফয়সাল,সদস্যরা হলেন বিজয়,অরন্য,রানা,সোহেল,বাবু উল্লেখযোগ্য।
গত ১লা জুলাই বালু ব্যবসায়ী ও ঠিকারাদার ইয়াছিনকে হত্যার উদ্যোশে দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরে আল আমিন বাদী হয়ে সদর মডেল থানায় কাশেম সম্রাট কে প্রধান আসামি করে মামলা দায়ের করে। মামলা নং-৩ তারিখ ২/৭/২০২১ ইং।
আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ আসামীদের গ্রেফতারে কোন ব্যবস্থা নিচ্ছে না সদর মডেল থানা পুলিশ।
কাশেম সম্রাট বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হলেও আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানান অপকর্ম করে বেড়াচ্ছে।
সচেতন এলাকাবাসী চরসৈয়দপুরের শীর্ষ সন্ত্রাসী কাশেম সম্রাট বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে র্যাব পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।