নারায়ণগঞ্জের সদর উপজেলার পাগলা হাই স্কুল এলাকা ,শাহী বাজর, বউ বাজার, চিতাশাল, দেলপাড়া, রেললাইন নাককাটা বাড়ী, নন্দলালপুর, ভাবির বাজার, চিতাশাল, নয়ামাটিসহ আশ পাশের এলাকায় ঢিলেঢালাভাবেই পার হচ্ছে সরকার-ঘোষিত সাত দিনের লকডাউন। কিছু কিছু দোকানপাট বন্ধ থাকলেও বেশিরবাগ দোকানপাট রয়েছে খোলা আর দোকানের সামনে বা আশেপাশেই চুপচাপ বসে রয়েছেন দোকানের মালিক বা কর্মচারীরা। পরিস্থিতি বুঝে বন্ধ সাটার খুলে বেচাকেনাও করছেন তারা।
সকাল থেকে পাগলা থেকে জালকুড়ী রুটে ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক চলছে আগের মতই।
রয়েছে কাঁচাবাজারে মানুষের উপচে পড়া ভিড় । সেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে থাকেনা মাস্ক।
মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে দু-একজন বলেন, মাস্ক পকেটে আছে। বেশি ভিড় দেখলেই পড়বেন।
দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ছে জেলাবাসী। পুরো জেলাকে লকডাউন করা হলেও তা মানতে চাচ্ছে না সাধারণ জনগণ। দিনের বেলার রাস্তা দেখে মনে হয় না জেলায় লকডাউন চলছে।প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মানুষ অবাধে রাস্তায় বিচরণ করছে। প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রয়োজন থাকুক বা না থাকুন, মানুষ ঘর থেকে বেড় হচ্ছে রাস্তায়। চলছে রিকশা, অটো, সিএনজি, ছোট ছোট মাইক্রো ও মিনি ট্রাক। এদেরকে আটকিয়ে রাখা যাচ্ছে না।
ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্টে জরিমানা, পুলিশের জনসচেতনতায় মাইকিং কিংবা সেনাবাহিনীর টহল উপস্থিতিও দমাতে পারছে না তাদের। দলবেঁধে মানুষ বাজার করছে, কেনাকাটা করছে, রাস্তায় চলাফেরা করছেই। দোকান-পাট বন্ধ হওয়ার কথা থাকলেও বন্ধ হচ্ছে না কোন দোকান। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চলে জম্পেস আড্ডা। মনে হচ্ছে সবচেয়ে নিরাপদ আড্ডা দেয়ার সময়ই এই লকডাউনের সময়। কেউ শুনছে কারো কথা। এতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।