কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈরে রোববার রাতে অভিযান চালিয়ে দুটি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর একটি দল। পরে অস্ত্রসহ তাদের কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার কৃতরা হলেন, পাবনার আতাইকুলা থানার আতাইকুলা দক্ষিণপাড়া এলাকার মৃত মোহন শেখের ছেলে রহুল শেখ (৩৫) ও একই থানার চৈত্রহাটি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আলম মোল্লা (৩৬)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই যুবক ঢাকা-টাঙ্গাইল মহা সড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ভাই-বোন গ্রামীণ হোটেলের পাশে মাদকসহ অবস্থান করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র্যাব-১ এর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে রহুল ও আলমকে আটক করে। পরে তাদের তল্লাসী চালিয়ে ১টি রিভলবার, ১টি সুটার গান ও দুটি মোবাইল ফোন জব্দ করে। পরে অস্ত্র ও মোবাইলসহ তাদের কালিয়াকৈর থানায় সোর্পদ করে র্যাব-১। এ ঘটনায় ওইদিন রাতেই র্যাবের পুলিশ পরিদর্শক (শহর ও যান) জুলহাস মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, র্যাব-১ অভিযান চালিয়ে দুটি অস্ত্র ও দুটি মোবাইলসহ রহুল ও আলমকে আটক করে। পরে তাদের থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।