নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সুযোগ্য উত্তরসুরি আজমীর ওসমানের জন্মদিনের কেক কাটার পর থেকেই এনসিসি ৮ নং ওয়ার্ডে জলিল পাগলার মাঠে দুই সহোদর আবুল কালাম সক্কু ও আমির হোসেন মেংগার ছত্র ছায়ায় ফরমা তোতলা নজরুলের জমজমাট মাদকের ব্যবসা আগের চেয়ে দ্বিগুণ গতিতে চলছে। মাদক বিক্রির এ বিষয়টি স্থানীয় ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লা দেখেও যেন না দেখার ভান করছেন মন্তব্য স্থানীয় অনেকের!
আবার অনেকে মানুষ আলোচনা করেন ৮ নং ওয়ার্ডের বিট পুলিশের কোন কার্যক্রম একেবারেই নেই যদি বিন্দু পরিমানে থাকতো তাহলে জলিল পাগলার মাঠে মাদক বিক্রি হতো না।
খোঁজ নিয়ে দেখা যায়,তারা দুই ভাই ছক্কু ও মেংগা ধর্ষণ মামলা ,মার্ডার মামলা, ডাকাতি মামলা, মাদক মামলাসহ বহু মামলার আসামি। এই কারনে তাদের ভয়ে এলাকাবাসী এদের ব্যাপারে কোন মন্তব্য করেন না।
গত কিছুদিন পুর্বে যুবসমাজের অহংকার আজমেরী ওসমানের জন্মদিন ছিলো। সেই নেতার জন্মদিন পালন করে দুই সহোদর ছক্কা ও মেঙ্গা। আসলে আজমেরী ওসমান জানেন কিনা যে এ অপরাধী দুই সহোদর তার জন্মদিনে কেক কেটেছে?
এই ধর্ষণকারী মাদক ডাকাতি মামলার আসামি দুই ভাইয়ের বাহিনী নিয়ে বিগত কিছু দিন আগে আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে জমির সাইনবোর্ডও লাগিয়েছেন।
তাদের এই রুপ কর্মকান্ডে এলাকা সাধারণ জনগণ হতাশ। দুই সহোদরের অন্যতম সহযোগি ধর্ষন মামলার আসামী তোতলা নজরুল ডিবির সোর্স সেজে অনেক নিরীহ মানুষকে সর্বশান্ত করেছে।
যেমন সিদ্ধিরগঞ্জ মিজমিজি দক্ষিণপাড়া এলাকার সবজি বিক্রেতা ইকবালের ২ সতীনকে ৩১ আগস্ট ২০১৬ সালে থানার সামনে সোর্স নজরুলের ভাড়া বাসায় নিয়ে রাতভর ধর্ষণ করে সেই সময় সোর্স নজরুলকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কিন্তু কিছু দিন পরেই জামিনে বাহির হইয়া আসিয়া সোর্স নজরুল হয়ে যায় আরো বেপরোয়া।
বর্তমানে সে গোদনাইল তাঁতখানা এলাকার যুবলীগ নামধারী সন্ত্রাসী আমির হোসেন মেঙ্গা ও তার ভাই ছক্কুর সেল্টারে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এদের সার্বিক সহযোগিতায় জেলা ডিবির সোর্স তোতলা নজরুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সিদ্ধিরগঞ্জের বাসিন্দারা।
যে কাউকে টাকার বিনিময়ে গ্রেফতার, নিজে ইয়াবা ঢুকিয়ে অন্যকে ফাঁসানো, স্বামীকে ছাড়িয়ে দিবে বলে স্ত্রী ধর্ষণসহ নানা অপকর্মের হোতা সোর্স নজরুলের আতংকে থাকেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি, মাদানী নগর, সানারপাড়, নিমাইকাশারী, ধনু হাজি রোড, আদমজী, পাঠানতুলী, চৌধুরী বাড়ি, তাতখানা, আরামবাগ, চিত্তরঞ্জন, ২নং ঢাকেশ্বরীসহ পুরো সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের মানুষ।
বিভিন্ন প্রকার অপকর্ম করে সোর্স সেজে গাড়ি বাড়ির মালিক বনে যাওয়া নজরুল টাকা হলেই ডিবি পুলিশ দিয়ে যে কাউকেই ধরতে পারে।
ডিবির কর্মকর্তাদের ভুলভাল বুঝিয়ে অনেক সাধারণ মানুষকে মামলা ঠুকে দিয়েছে সে। এদিকে এলাকার স্থানীয় মাতাব্বর, সমাজ সেবক, কারো ক্ষতি চায় না, সবার মঙ্গল চায় এমন ব্যাক্তি ডিবি কিংবা পুলিশের সোর্স হিসেবে প্রশাসনের কর্তাব্যক্তিদের নির্দেশনা থাকলেও কোন ভাবেই তা আমলে নিচ্ছেন না বলে সাধারণ মানুষের রয়েছে অভিযোগ।
বর্তমানে সে গোদনাইল তাঁতখানা এলাকার যুবলীগ নামধারী সন্ত্রাসী আমির হোসেন মেঙ্গা ও তার ভাই আবুল কালাম ছক্কুর সেল্টারে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
অপরাধ জগতের দুই নক্ষত্র ছক্কু, মেংগা ও তাদের সহযোগি তোতলা নজরুলের বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার ওসি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ৮ নং ওয়ার্ডবাসী।
এ বিষয়ে অভিযুক্ত আমির হোসেন মেঙ্গার ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার নামে মাদক,ধর্ষন,ডাকাতি কিংবা কোন হত্যা মামলা নেই। তবে এলাকায় একটি ছিনতাইকারীকে জনতা পিটিয়ে হত্যা করেছিলো সেই মামলায় আমাকে আসামী করা হয়েছিলো পরবর্তীতে সেই মামলা থেকে খালাস পাই। অত্র ওয়ার্ডে আপনি আসুন এবং জানুন আমি মেঙ্গা,সক্কু কিংবা নজরুলের বিরুদ্ধে কোন অভিযোগ আছে কিনা। আমি এলাকায় কোন চায়ের দোকানেও বসিনা। রাজনীতি করি তাই বিভিন্ন সময়ে নেতাদের ডাকে সাড়া দিয়ে সেটায় অংশ নিতে হয়। নিজের দুইটি ছেলে মাদ্রাসায় পড়াশুনা করে। এভাবেই আছি কোন মাদক বিক্রি বা অপরাধের সাথে জড়িত নই।