কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবা থান এলাকার হাইটেক পার্ক রেল ক্রসিং এর সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার কৃতরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার ছলিম উদ্দিনের ছেলে সোহাগ হোসেন(২৮), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রায়পুর এলাকার মৃত- জামাল উদ্দিনের ছেলে দুলাল হোসেন শিমুল (৩৫)।
পুলিশ ও মামলারএজাহার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বঙ্গবন্ধু হাইটেক পার্ক রেল ক্রসিংয়ের জৈনক বেগমের দোকানের সামনে মাদক বিক্রয় করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা কালে পুলিশ তাদের আটক করে। ওই দুই জনের দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৩০পিচ ইয়াবা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ ওই এলাকাসহ বিভিন্ন এলাকায় যুবকদের কাছে মাদক বিক্রি করছিল। পরে ওই দুইজনের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানারউপ-পরিদর্শক(এসআই) আবুল কালাম জানান, গতকাল বিকেলে ওই মাদক ব্যবসায়দের কাছ থেকে ৩০পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।