দেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা শনাক্তের সংখ্যা। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রেনের জন্য আবারো লকডাউন ঘোষনা করেছে সরকার। শুধু মাত্র পণ্যবাহী পরিবহন ও গার্মেন্টস কারখানা বাদে সকল প্রকার গণ পরিবহন বন্ধ ঘোষনাকরে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে, সরকারি নির্দেশনা অমান্য করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ চন্দ্রা নবীনগর দিকে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। এ লকডাউনকে পুঁজি করে আগের তুলনায় যাত্রীদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়ে তিনগুন বেশি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলাবাহিনী থাকলেও তাদের নাকের ডগা দিয়ে দাপিয়ে বেড়াছে কিছু অটো চালকেরা। এই সুযোগে সাধারণ যাত্রীদের কাছ মোটা অঙ্কের টাকা দাবি করছে তাঁরা।
অটো রিকশা চালক দের সাথে কথা বলে জানাযায়, লকডাউনের কারণে সকল কিছু বন্ধ থাকায় আর্থিক অবস্থা অবনতির দিকে। বাড়ির বাহিরে বের হতে হলেই পুলিশের কাছে নানাপ্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সামনে ঈদ তাই পরিবারের মুখে অন্ন যোগাতে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে প্রতিনিয়তই বের হতেই হচ্ছে। পুলিশের চোঁখ এড়িয়ে রাস্তায় মহাসড়কে গাড়ি চালানো যায় তাহলে প্রতিদিনই প্রায় হাজার টাকা আয় করা যায়।
শ্রমিকরা জানায়, সকালে কর্মস্থলে যেতে এবং কর্মস্থল থেকে বাসায় ফিরতে গণ পরিবহন চালু না থাকায় অনেক সময় পায়ে হেঁটে আসতে হয়। তবে, লকডাউন চলমান থাকলেও মহাসড়কে কিছুসংখ্যক অটোরিকশা চোঁখে পড়ে। গন্তব্য স্থলে পৌছাতে ন্যায্য ভাড়ার চেয়ে তিনগুন গুনতে হচ্ছে। ফলে আমরা ভোগান্তির শিকার হচ্ছি।
সালনা কোনা বাড়ী হাইওয়ে থানার (ওসি) গোলাম ফারুক জানান, মহাসড়কে যেসব অটোরিকসা চোঁখে পড়ছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিদিনই মামলা দিচ্ছি। মহাসড়কে কোন প্রকার অটোরিকশা চলাচল করতে দেওয়া যাবেনা। এ ব্যাপারে আমরা জিরো ট্রলারেন্স।