নিজস্ব সংবাদদাতা:- ফতুল্লার ধর্মগঞ্জে মোটা অংকের যেীতুকের টাকা দাবি করে মিথ্যে অপবাদ দিয়ে গৃহ বধু মেহেরুনকে গুরতর শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যৌতুক লোভী স্বামী আরিফ হাসান। এ ঘটনায় নির্যাতনের শিকার মেহেরুন এর পিতা মোক্তার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মোক্তার হোসেন জানান, ইসলামি শরীয়ত মোতাবেক আমার মেহেরুন এর সাথে ১১/১০/১০১৯ইং তারিখে ১০(দশ) লক্ষ টাকা রেজিষ্ট্রি কাবিন মুলে মোঃ আরিফ হাসান ,পিতা-নাসির উদ্দিন,সাং-ধর্মগঞ্জ,ফতুল্লা,নারায়ণগঞ্জ,এর সহিত ইসলামি শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর হতে উক্ত বিবাদী আমার মেয়ের নিকট যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসতেছিল। আমি মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে উক্ত বিবাদীকে প্রথমে তার পিতার মাধ্যমে ৬৫(পয়ষট্টি) লক্ষ টাকা,পরবর্তীতে গাড়ি কিনে দেয়ার কথা বলে ৭০(সত্তোর) লক্ষ টাকা এবং মেয়েকে নির্যাতন করে যৌতুক হিসেবে ২০(বিশ) লক্ষ টাকা সহ মোট ১ (এক) কোটি ৫৫ (পঞ্চান্ন) লক্ষ টাকা নেয় বিবাদী আরিফ হাসান ও তার পরিবারের লোকজন ।
এরপরও বিবাদীরা আমার মেয়ের উপর নির্যাতন অব্যাহত রাখে এবং আরো বড় অংকের টাকা যৌতুক দাবি করে আমার মেয়ের উপর নির্যাতনের মাত্রা বাড়াইয়া দেয় এবং আমার মেয়েকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করবে বলে হুমকি দেয়। আমার মেয়ে উক্ত বিবাদীর নির্যাতন সহ্য করতে না পেরে ২ মাস পূর্বে আমার বাড়িতে চলে আসে। খোঁজ-খবর নিয়ে জানতে পারি বিবাদী দুলন নামে এক মেয়েকে বিয়ে করেছে। বিবাদীর বাড়ি এবং আমার বাড়ি পাশাপাশি হওয়ায় গত ২২/০৬/২০২১ইং তারিখে , সন্ধা ৬.৩০ টায় আমার মেয়ে তার শশুর বাড়ি গেলে উক্ত বিবাদী আমার মেয়েকে যৌতুকের টাকা না নিয়ে গেলে দেখিয়ে দিবে হুমকি দিয়ে বলে টাকা না নিয়ে বাড়িতে আসবি না। তখন আমার মেয়ে প্রতিবাদ করলে , উক্ত বিবাদী আমার মেয়েকে মার-ধর করে অজ্ঞান করে ফেলে এবং বিবাদী গোপন বিয়েকে জায়েজ করার জন্য আমার মেয়েকে গুরুতর রোগে আক্রান্ত বলে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি হতে বের করে দিয়ে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে যৌতুক লোভী আরিফ হাসান ও তার পরিবারের লোকজন। আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই। এরপর এ ঘটনায় আমি বাদী হয়ে আরিফ, শাকিল,নাসির ঢালিকে বিবাদী করে একটি মামলা রুজু করি। মামলা রুজু করার পর বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার পরিবারকে দেখে নিয়ে বলে হুমকি দিচ্ছে।