সোহেল আহম্মেদঃ- স্থানীয় রাজনৈতিক মদদে গড়ে ওঠা কিশোর গ্যাং দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরা সহিংসতা এমনকি হত্যাকাণ্ডও ঘটাচ্ছে। অনুসন্ধানে পাওয়া যাচ্ছে, রাজনীতির ছত্রচ্ছায়ায় ‘এলাকার বড় ভাইরা’ এসব কিশোরদের স্বার্থ হাসিলের ঢাল হিসেবে ব্যবহার করছে। যোগান দিচ্ছে অস্ত্র ও মাদক। পাড়া-মহল্লায় এদের দাপটে কেউ কথা বলার সাহস পর্যন্ত পায়না, কারন ওরা অমুক তমুক ভাইয়ে লোক।
বিশেষ করে নারায়ণগঞ্জের সদর উপজেলার কুতুবপুরে কিশোর গ্যাং নামটা খুব পরিচিত। যেই কোন ধরনের মিছিল- মিটিং,মারামারি, মাদক সেবন, চুরি- ডাকাতি, ধর্ষন খুনসহ জনগণকে ভয়ভীতি দেখানো সহ সকল বিষয়ের মধ্যে প্রথম স্থানেই কিশোর গ্যাং এ জড়িয়ে পড়ছে আমাদের ছাত্র ও যুব সমাজ। দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে এই বাহিনী। প্রকাশ্য দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় একের পর এক চালিয়ে যাচ্ছে তান্ডব কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। কুতুবপুরে নয়ামাটি, ভাবির বাজার ,বউবাজার ,শাহীবাজার , নুরবাগ এলাকায় জন্ম দিচ্ছে বিভিন্ন অপরাধ মূলুক কর্মকান্ড এই কিশোর গ্যাং বাহিনী । নাম কিশোর গ্যাং হলেও তাদের কাজ অতি ভয়ংকর।
এসব কিশোর অপরাধ ঘঠছে শ্রেণি- নির্বিশেষে। দিনমজুর বস্তিবাসীর সন্তান থেকে অভিজাত পরিবারের কিশোরও এসব অপরাধের সঙ্গে যুক্ত। আগেই বলেছি মাদকের কথা। সুস্পষ্ট কথায়- দল বেঁধে মাদক সেবন থেকে মারামারি, এমনকি হত্যাকান্ড, আর পাড়াই বা মহল্লায় কিশোরী ও তরুনীদেও উত্ত্যক্ত করা তো নিত্যনৈমিত্তিক ঘটনা। ফলে কখনো দেখা যায় প্রতিক্রিয়ায় উত্ত্যক্ত কিশোরীর আত্মহত্যা। কিশোর গ্যাং এ জড়িয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যাচ্ছে পড়ালেখা। যেই হাতে থাকার কথা বই,খাতা, কলম কিশোর গ্যাং বা সমাজের কিছু মানুষের দূষিত কোলাহলে সেই হাতে উঠে যায় ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, অস্ত্র সহ আরো অনেক কিছু। এলাকায় বড় ভাই- ছোট ভাইয়ের তফাৎ বুঝাতে গিয়ে খালি হয় মায়ের কোল।
সাধারণত ক্লাস ফাইভ বা সিক্স থেকেই কিশোর গ্যাং এ জড়িয়ে আমাদের কোমলমতি আগামী প্রজম্ম। এর দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে অনেক মা- বাবার স্বপ্ন। খালি হচ্ছে অনেক মায়ের কোল। ছাত্র- ও যুব সমাজকে এই রাস্তার আনার জন্য দায়ী কিছু অশুভ নেতা, পারিবারিক শাসন ও মায়া-মমতা,শিক্ষা, লাইকি সহ আরো অনেক কিছু। এদের ব্যবহার করে লাভবান হচ্ছেন কিছু কুচক্রী মহল।