নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী খেয়াঘাটে জোরপূর্বক ১০ টাকা করে আদায় করছে বলে যাত্রী ও এলাকাবাসীর অভিযোগ রয়েছে। ২ টাকার স্থলে ১০ টাকা করে আদায় করায় ঘাট ইজারাদারদের লোকজনের সাথে খেয়া পারাপারের যাত্রীদের সাথে ঘটছে হাতাহাতির ঘটনা সহ বাকবিতন্ডা।
এলাকাবাসী ও যাত্রীদের সুত্রে জানা যায়,বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী শওকত আলীর একমাত্র পুত্র সাব্বির আহমেদ হৃদয়ের নামে গত ১ লা বৈশাখ ইজারা নেয়া হয়।সরকার নির্ধারিত মূল্য যাত্রী প্রতি ২ টাকা করে নেয়ার নিয়ম থাকলেও তারা ৩ টাকা করে আদায় করতো।যাত্রীরা ৩ টাকা করে নেয়া মেনে নিলেও ঈদুল আযহার আগের দিন থেকে ১০/ টাকা করে আদায় করছে।
শনিবার (২৪ জুলাই) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়,ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলীর নাম ব্যবহার করে ১০ টাকা করে আদায় করলেও যাত্রীরা বাধ্য হয়ে ১০ টাকা করে দিতে বাধ্য হচ্ছে।কেননা ঘাটের ইজারাদার চেয়ারম্যানের ছেলে হৃদয়।এক বৃদ্ধ ১০ টাকা দিতে রাজি না হওয়ায় চেয়ারম্যানের লোক আব্দুল কাদিরের সাথে তর্কে জড়িয়ে পড়েন বৃদ্ধ। তিনি বলেন এত জুলুম ও নির্যাতন আল্লাহ সহ্য করবেনা।আপনাদের এই জুলুমের জবাব দিতে হবে।কাদির উচ্চস্বরে বলে জনপ্রতি ১০ টাকা করে দিতে হবে।বাধ্য হয়ে ৭ জনের জন্য ৭০ টাকা দিয়ে খেয়াঘাট ছেড়ে যেতে হয়।
বক্তাবলী খেয়াঘাট নিয়ে নানান সময় নানান ধরনের অঘটন ঘটলেও চেয়ারম্যান শওকত আলী নীরব দর্শকের ভূমিকায় ছিলেন সবসময়।সাংবাদিকরা জানতে পারলে উনি দেখছেন বলে জানান। শুধু যাত্রী পারাপার নয়।কেই ৫ কেজি ওজনের বেশী মালামাল নিয়ে গেলে অতিরিক্ত টাকা দিতে হয়।বিদেশ থেকে কেউ ফিরলে বা টিভি,ফ্রিজ আনা হলেও ঘাট কর্তৃপক্ষের পোয়াবারো।ইচ্ছে মতো পশুর হাটের পশুর মতো দাম চেয়ে বসে।টাকা না দিয়ে কেউ মালামাল নিয়ে যেতে পারেনা।অতিরিক্ত মুনাফা লাভের জন্য ইজারাদার সাব্বির আহমেদ হৃদয় অতিরিক্ত টাকা আদায় করলেও চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের নেতার পুত্র হওয়ায় কেউ কিছু বলতে সাহস পায়না। এমনকি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কোন ব্যবস্থা না নেওয়ায় ইজারাদার দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে।
সচেতন এলাকাবাসীর বাসীর দাবী উক্ত ঘাটের ইজারা বাতিল করে নতুন ভাবে ইজারা দেয়া হোক।যারা শর্ত মেনে চলবে এমন লোক ইজারা দিতে বা সরকারী ভাবে টোল আদায়ের ব্যবস্থা করতে সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরার হস্তক্ষেপ কামনা করেন সচেতন এলাকাবাসী।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা’র মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আমি বিষয়টি দেখছি।