ফরিদ আহমদ শিকদার,হবিগঞ্জ প্রতিনিধি :- হবিগঞ্জ জেলার নবীগঞ্জে জমির টাকা নিয়ে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন আপন বড় ভাই। গতকাল সোমবার উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হলিমপুর গ্রামে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হলিমপুর গ্রামেরমৃত বীরেন্দ্র দাসের দুই ছেলে প্রবাসী গৌরাঙ্গ দাস ও তার ছোট ভাই গোপেন্দ্র দাসের মধ্যে জমি লীজের টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সোমবার উল্লেখিত ভ্রাতৃদ্বয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ছোট ভাই গোপেন্দ্র দাসের প্রহারে বড় ভাই গৌরাঙ্গ দাস (৫০) মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপেন্দ্র দাসের প্রহারে বড় ভাই গৌরাঙ্গ দাসের গলা টিপে ধরে।পরিবারের লোকজন ও স্থানীয়রা গৌরাঙ্গ দাসকে উদ্ধার করে হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ টি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।