কঠোর লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চালাচ্ছে সদর উপজেলার ফতুল্লার পিলকুনি এলাকার বিনোদন স্থল পেয়ারা বাগানের রেস্টুরেন্টগুলো। সব কয়েকটি রেস্টুরেন্টে কানায় কানায় ভরে আছে জনসমাগম প্রশাসনের নেই কোন নজরদারি।
গত ১১ জুলাই এ নিয়ে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিলো।
যে প্রতিবেদনে পেয়ারা বাগানের রেষ্টুরেন্টগুলো বন্ধের বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি এমনকি বিষয়ে তার আমলে দেয়ার জন্য উপজেলা কম্পাউন্ডে সাংবাদিকরা বলেছেন পেয়ারা বাগানের রেস্টুরেন্টগুলো বন্ধ করতে। কিন্তু প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গেলে তা করেননি ইউএনও। যার ফলে এখনও চলছে সেই রেস্টুরেন্টগুলো। আবার এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামানকেও জানানো হয়েছিলো। কিন্তু তিনি বলেছিলেন রেস্টুরেন্ট এর বন্ধের দায়িত্বটা আমাদের না তবুও আমরা এর বন্ধের ব্যবস্থা নিচ্ছি এবং জনসমাগম যাতে না হয় সেটারও ব্যবস্থা করছি। ওসির সেই কথাগুলো তার মাঝেই সীমাবদ্ধ রাখাতে পুলিশও কোন ব্যবস্থা নেয়নি।
তবে পুলিশ ও প্রশাসনের এমন দ্বায়িত্বহীনতার ফলে পিলকুনি এলাকা বাসী বলেন “আমাদের পেয়ারা বাগানে এখন করোনা চায় হচ্ছে”। দেশে মহামারী করোনার ফলে ২৩ তারিখ থেকে পুনরায় কঠোর লকডাউন চলছে। আমার প্রতিদিনই মৃত্যু ও সংক্রমনের সংখ্যা বেড়েই চলছে। আজও ( ২৬ জুলাই ) দেশের ২৪৭ জনের মৃত্যু এবং ১৫ হাজার ১৯২ জন শনাক্ত হয়েছে যা দেশে সর্বোচ্চ।
ফতুল্লার পিলকুনির পেয়ার বাগান এলাকায় এখনও দেখা যায় এমনই চিত্র যেন পিলকুনি একটি বিনোদনস্থল পেয়ারা বাগানে। বিকেল থেকেই আসতে শুরু করে এই এলাকায় বিভিন্ন বিনোদন প্রেমী লোকেরা। অন্যদিকে দেশে করোনাভাইরাস সংক্রামণ রোধে কঠোর লকডাউন চললেও তা উপেক্ষা করে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসে হাজারো লোক।
প্রতিটি রেস্টুরেন্টের কানায় কানায় ভরা থাকে এ সকল বিনোদন প্রেমীদের। কিন্তু সরকার সকল রেস্টুরেন্ট গুলোকে বসে খাবার পরিবেশন করার নিষেধাজ্ঞা দিয়ে পার্সল করে খাবার দেবার শর্তে রেস্টুরেন্ট চালু রাখার অনুমতি দিয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এই সকল রেস্টুরেন্ট গুলোতে দেখা যায় অনেক লোক। মাস্ক ব্যবহার না করেই শারীরিক দুরত্ব ৩ ফিট দুরত্ব মানার নেই কোন বালাই।
এভাবে রেস্টুরেন্টগুলো চালু থাকলে বাড়তে পারে করোনার সংক্রামণ তা জেনেও তারা রেস্টুরেন্ট খুলার বিষয় জানিয়ে বলেন,জানি আমরা যেভাবে খাবার বিক্রি করি তাতে করোনার ভাইরাস হবে তাই বলে কি আমরা বিক্রি করবো না। বিক্রি না করলে আমরা খাবো কি।
সরকার প্যাকেট করে খাবার বিক্রির শর্তে রেস্টুরেন্ট খোলার অনুমতি দেবার পরও কেনো বসে খাবার খেতে দিচ্ছে এই বিষয়ে জানতে চাইলে তারা বলেন,কি করবো দূর দুরান্ত থেকে মানুষ আসে তাদের বসতে তো দিতে হবে।তাই বসে বসে খাবার খায় এখানে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন,এখানে এই রেস্টুরেন্টগুলো হওয়ায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ছেলে মেয়েরা এসে আড্ডা দেয়। অনেক রাত পর্যন্ত যুবক যুবতীরা বসে বসে প্রেম করে। মাঝে মাঝে অনেক দূর্ঘটনা ঘটে।এই করোনার সময় সরকার লকডাউন দেওয়ায় যেনো আরো বেড়েছে ছেলে মেয়েদের আড্ডা। প্রতিটি রেস্টুরেন্ট ১০-১২টা পর্যন্ত খোলা থাকে। অনেক সময় অনেক হৈ-চৈ শুনা যায়। বখাটে ছেলেরাও এসে আড্ডা দেয়। যুবতী মেয়েরা গেলে
তাদের বিভিন্ন অশ্লীল ভাষায় কথা বলে তারা। এই রেস্টুরেন্টগুলোতে বসে মাদকও সেবন করে ও বিক্রির ধুম পড়ে বলেও জানায় এলাকাবাসী।
এলাকাবাসীর দাবী অনতিবিলম্বে মহামারী করোনার প্রকোপ থেকে আমাদের রক্ষা করতে এখানে গড়ে উঠা রেষ্টুরেন্টগুলো বন্ধ করতে জেলা প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করছি।