চলমান করোনাভাইরাসের মহামারিতে সরকার ঘোষিত দেশে ১৪ দিনের কঠোর বিধিনিষেধে দেশের সকল শিল্প প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দেওয়া এবং বিকেইএমএ থেকে সকল গার্মেন্টস বন্ধ রাখার চিঠি প্রদান স্বত্তেও সরকারের এই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কয়েকশো গার্মেন্টস শ্রমিকদের জীবন নিয়ে খেলছে লুকোচুরি খেলা নারায়ণগঞ্জ সদরের জি এস গার্মেন্টস। গার্মেন্টসে জেলা প্রশাসন,পুলিশ সুপার,বিকেইএমএ থেকে সুরক্ষা সামগ্রী বানানোর অনুমতি নেবার নামে বানানো হচ্ছে টি শার্ট সহ অন্যান্য পোষাক।
বুধবার(২৮ জুলাই)সকাল ৯টায় গার্মেন্টস প্রায় ৩ শতাধিক শ্রমিক প্রবেশ করে তাদের কাজে যোগদান করে।
কঠোর বিধিনিষেধে সরকারের পাশাপাশি বিকেইএমএ সভাপতি এ কে এম সেলিম ওসমান সকল শিল্প প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে বন্ধ রাখার নির্দেশ প্রদান করে। শিল্প কারখানা বন্ধ রাখার নির্দেশনা থাকা সত্তে¡ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর এলাকার জি এস গার্মেন্টস কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিন শতাধিক শ্রমিক’কে জোরপূর্বক বাধ্য করে কাজ করাচ্ছে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমানের ঘনিষ্ঠ লোক হওয়ায়। এলাকায় জিএস গার্মেন্টস মালিক সুরেশ বাবু নিজেকে শামীম ওসমানের ঘনিষ্ঠ লোক বলে দাপটে গার্মেন্টস চালিয়ে যাচ্ছে।
গত ২৪ জুলাই থেকে ২৮ জুলাই অবধি কারখানা খোলা রেখেছে। প্রতিদিনই কাজ চলছে এই গার্মেন্টসে। গার্মেন্টস চালুর খবর পেয়ে ডিজিআইএফ এর প্রতিনিধি দল, ম্যাজিস্ট্রেট, পুলিশ এনআইএস গার্মেন্টস পরিদর্শনে আসলে গার্মেন্টসের শ্রমিকদের বিভিন্ন র“মে ডুকিয়ে বাতি নিভিয়ে ফ্লোর খালি করে রাখে এবং পিপিই ফ্লোরে নিয়ে যায় তাদের কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় নির্দেশনা অবমাননাকারী মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে শাস্তি প্রদানসহ কারখানার উৎপাদন বন্ধ রাখার জন্য লকডাউন বাস্তবায়নে নিয়োাজিত আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে শ্রমিকেরা জানায়,গার্মেন্টসের শ্রমিকদের জীবনের ঝুঁকি নিতে নারাজ হয়ে দেশের চলমান ১৪ দিনের কঠোর বিধিনিষেধে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং বিকেইএমএ থেকেও চিঠি দেওয়া হয়েছে। তারপর ৩ শতাধিক গার্মেন্টস শ্রমিকদের জীবনের মায়া ত্যাগ করে গার্মেন্টস কাজ করতে আসতে হচ্ছে। একটা শ্রমিক যদি করোনায় আক্রান্ত হয় তাহলে এই ৩০০ শ্রমিকদের করোনায় আক্রান্ত হয়ে জীবনের ঝুঁকি রয়ে যাবে। যেখানে প্রতিটি গার্মেন্টস বন্ধ নারায়ণগঞ্জ জেলায় সেখানে কয়েকশো শ্রমিকদের ডেকে এনে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে গার্মেন্টস মালিক। লকডাউন বাস্তবায়নে নিয়োাজিত আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে শ্রমিকেরা।
সরকারের নির্দেশনাকে অমান্য করে গার্মেন্টস কেনো চালু রেখে শ্রমিকদের জীবনের ঝুঁকিতে ফেলছে বিষয়ে মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তারা কোন কথা বলতে ইচ্ছুক নয়। গার্মেন্টস মালিক সুরেশ বাবুকে ০১৯৭১৫৩৪৯** এই নাম্বারে মুঠোফোনে যোগাযোগ করার জন্য একাধিকবার চেষ্টা করা হলে তিনি তিনি কল রিসিভ করেননি।
অন্যদিকে জি এস গার্মেন্টস এর ফ্লোর ইনচার্জ শাহ আলম মনির বলেন,গার্মেন্টস এ পিপিই মানানো হচ্ছে সাইনবোর্ড লাগানো দেখেন না। পুলিশ,ম্যাজিস্ট্রেট, এনএস এর লোকেরা এসে দেখে গেছে না আমরা পিপিই বানাচ্ছি। ভিতরে শ্রমিকরা শুধু পিপিই বানাচ্ছে। আর কোন সাংবাদিক ভিতরে প্রবেশ নিষেধ করে দিয়েছে গার্মেন্টস মালিক।
গার্মেন্টস চালু রেখে শ্রমিকদের দিয়ে জোরপূর্বক কাজ করানোর বিষয়টি বিকেইএমএ সহ-সভাপতি মোহাম্মদ হাতেমকে জানানো হলে তিনি বলেন,আমরা বিকেইএমএ এর পক্ষ থেকে প্রতিট শিল্প কারখানায় চিঠি পাঠিয়েছি শিল্প কারখানা বন্ধ রাখার জন্য যদি জিএস গার্মেন্টস চালু রাখে প্রশাসনের মাধ্যমে আমরা তদন্ত করে পাই তাহলে এই গার্মেন্টস এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। আর যদি পিপিই বানানো অনুমতি থাকে এই গার্মেন্টসে কিন্তু পিপিই ছাড়া অন্য কিছু গার্মেন্টস থেকে তৈরী করলে শ্রমিকদের দিয়ে সেটার জন্যও আমরা মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। তবে যদি শিপমেন্ট থাকে সেক্ষেত্রে কর্তৃপক্ষ কিছু ষ্টাফ রাখতে পারে মালামাল লোড করার জন্য এবং কর্মরত ষ্টাফরা প্রতিষ্ঠানের বাহিরে যেতে পারবেনা।
গার্মেন্টস চালু রাখায় ক্ষোভ প্রকাশ করে গার্মেন্টস শ্রমিক নেতারা বলেন,সরকারের নিষেধাজ্ঞার সাথে গার্মেন্টস মালিকরা লুকোচুরি খেলছে।তারা শ্রমিকদের ডেকে এনে গোপনে কাজ করাচ্ছে। কোন প্রশাসনের প্রতিনিধিরা আসলে তারা শ্রমিকদের লুকিয়ে রাখছে। জি এস গার্মেন্টস চালু রাখার বিষয়ে দুপুরে নারায়ণগঞ্জ সদর ইউএনও আরিফা জহুরাকে জানালে তিনি ব্যবস্থা নেবার কথা বলেন কিন্তু তিনি কোন ব্যবস্থা নেন নাই। অন্যদিকে ডিজিআইএফ এর প্রতিনিধি আসলে তারা শ্রমিকদের অন্য রুমে আটকিয়ে রেখেছে। আমাদের সাথে শ্রমিকদের সাথে কথা হয়েছে তারা জানিয়েছে তারা মালিকের এমন ন্যাক্কারজনক কাজের জন্য তীব্র নিন্দা জানিয়েছে এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য ভয়ে আছে। কিছু অসাধু গার্মেন্টস মালিকদের কারনেই জেলায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।
উল্লেখ্য যে এর আগেও জিএস গার্মেন্টস মালিক সুরেশ বাবু এলজিইডি অনুমতি না নিয়েই ইসদাইরের আরসিসি ঢালাই রাস্তা কেটে ড্রেনের সংযোগ করার বিষয়েও একাধিক পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছিলো।