নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে শাহী মহল্লা আমতলা এলাকায় শাহআলমের কাপড়ের দোকানে শাটার ভেঙে আনুমানিক ৫ লক্ষ টাকার কাপড় ও ক্যাশের তালা ভেঙ্গে নগদ ২৭ হাজার টাকা চুরি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে।
ফতুল্লা মডেল থানার এসআই রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে তিনি বলেন শাহী বাজার এত বড় একটা এলাকা অথচ এখানে কোন নাইট গার্ড নেই যার কারণেই চোরেরা স্বাচ্ছন্দে চুরি করে পালাতে পারে। আর এত বড় একটি দোকান নেই কোন সিসি ক্যামেরা।
দিন দিন চুরি ছিনতাই ও অপরাধ প্রবণতা বাড়ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ফতুল্লা থানার এরিয়াটা অনেক বড় মাত্র অল্প কয়েকজন পুলিশ আমার মতে ফতুল্লা থানা পুলিশের সংখ্যা বাড়িয়ে দেয়া উচিত পাশাপাশি সমাজের সচেতন মানুষদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি।
ভুক্তভোগী দোকানদার শাহআলম বলেন লকডাউন এর কারণে দোকান খুলতে পারি না গতকাল এশার নামাজের পর দোকান থেকে বাসায় যাই সকালে একজন মহিলা আমার বাড়িতে গিয়ে আমাকে ডেকে বলে ভাইয়া আপনার দোকানে চুরি হয়েছে তারপর আমি এসে দেখি এই অবস্থা।