নারায়ণগঞ্জের ফতুলার মাসদাইর বাড়ৈভোগ থেকে বিপুল পরিমান মাদক সহ তিন মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থামার মাসদাইর বাড়ৈইভোগের রব্বানি মিয়ার বাড়ীট ভাড়াটিয়া আনোয়ারুল হকের পুত্র মাসুম(৩৬),একই এলাকার মালেক মিয়ার ভাড়াটিয়া মোঃ সরাফত আলীর পুত্র মোঃ নাসিম(২৩) ও মোঃ মামুনের পুত্র রনি মিয়া(২৪)।
মঙ্গলবার(৩ জুলাই) ভোর পাচঁটায় তাদের কে ফতুল্লা থানার বাড়ৈইভোগস্থ রব্বানী বাড়ীর সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১ কেজি গাজাঁ,১৪ গ্রাম হেরোইন ও ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুতুল্লা থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর পাচটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর ও মিনারুল কাজী সঙ্গীয় ফোর্স সহ মাসদাইর বাড়ৈভোগ রব্বানী বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাসুম,নাসিম ও রনি কে গ্রেফতার করে।এ সময় তাদের নিকট থেকে১ কেজি গাজাঁ, ১৪ গ্রাম হেরোইন,ও ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।মঙ্গলবার ভোরে তাদের কে বাড়ৈভোগ থেকে ইয়াবা,গাঁজা ও হেরোইন সহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।