নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের তালতলা বাজার অটোরিকসা ষ্টানে গত গভীর রাতে পাশে ইলেকট্রিক দোকানে অভিনব কায়দায় চুরি হয়েছে। ২ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় মেসার্স শাহাদাৎ এন্টারপ্রাইজ ইলেকট্রিক ও স্যানেটারী দোকানের চালের টীনকেটে গভীর রাতে অভিনব কায়দায় চুরি সংগঠিত হয়েছে। মেসার্স শাহাদাৎ এন্টারপ্রাইজ এর মালিক মো.শাহাদাৎ হোসেন জানান আমি প্রতিদিনের ন্যায় সকালে দোকান খুলে দেখি কিছু মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে ও দোকানে সাজানো অবস্থায় মালামাল খালি কাটুন পরে আছে পরে দেখতে পাই উপরের টীনের চাল কেটে প্রায় লক্ষাধিক টাকার দামি মালামাল চুরি করে নিয়েগেছে। জানায় গত ঈদুল আজহা’র আগের দিন দিবাগত রাতে তালতলা বাজার এলাকার টানপাড়া রাস্তার মেইন রোডের নবী হোসেনের মুদি দোকানে এই অভিনব কায়দায় টীনসেট দোকােেনর উপরের চালের টীনকেটে ২লক্ষাধিক টাকার সিগারেট মশল্লাসহ দামী মালামাল চুরি করে নিয়েগেছে। মেসার্স শাহাদাৎ এন্টারপ্রাইজ মালিক শাহাদাৎ হোসেন তালতলা তদন্ত কেন্দ্রে একটি চুরি হওয়া মালের ব্যপারে তালতলা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো.এ কে এম এস ইকবাল হোসেন জানান অভিযোগ পেয়েছি,চুরি হওয়া মালামাল ও চোরকে ধরার অভিযান চলমান রয়েছে।